চার দিনে সড়কে নিহত ৪৩
দিনকাল রিপোর্ট : নীলফামারী, নোয়াখালী, টাঙ্গাইল, ঠাকুরগাঁও, চুয়াডাঙ্গা ও ঢাকার আশুলিয়ায় ঈদের আগের আগের দিন শুক্রবার হতে গতকাল সোমবার পর্যন্ত পৃথক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৪৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে নীলফামারীর সৈয়দপুরে ১১ জন, চট্টগ্রামে ৪ জন, ঝিনাইদহে ৩ জন, কিশোরগঞ্জে একজন, টাঙ্গাইলে ৩ জন, গাজীপুরে একজন, কুমিল্লায় দুইজন, নওগাঁয় দুইজন, নাটোরে দুইজন, বগুড়ায় একজন, ব্রাহ্মণবাড়িয়ায় একজন, নারায়ণগঞ্জে ৩ জন, নোয়াখালীতে ৩ জন, ঠাকুরগাঁওয়ে দুইজন, চুয়াডাঙ্গায় একজন, মাগুরায় দুইজন এবং ঢাকার আশুলিয়ায় একজন নিহত হয়েছেন। অন্যদিকে নরসিংদীতে ট্রেনের ধাক্কায় বাবা-মেয়েসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত। : সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি জানান, নীলফামারীর সৈয়দপুরে পিকনিক শেষে বাড়ি ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছে। এ সময় পিকনিক বহরে থাকা আরো ১৩ জন আহত হয়। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৬ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সৈয়দুপর ট্রাফিক পুলিশের সার্জেন্ট আলমগীর হোসেন জানান, একটি পিকআপ যোগে নীলফামারীর দিকে যাচ্ছিল তারা। ঘটনাস্থলে ঢাকাগামী একটি নৈশকোচের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ১১ জন মারা যায়। এছাড়া আহত হয় আরও ৬ জন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। গত রবিবার দিবাগত রাত পৌনে ১০টায় সৈয়দপুর শহরের বাইপাস সড়কে নাড়িয়ার খাম্বা মোড়ের আহ্মেদ প্লাইউড কারখানার সামনে এ ঘটনা ঘটে। গত রবিবার নীলফামারী সদরের চওড়া বড়গাছা ইউনিয়নের নতিবাড়ী কাঞ্চনপাড়া ও আশপাশের এলাকার ২৭-২৮ জনের একদল যুবক ঈদের আনন্দে পিকনিক করতে পিকআপ ভ্যানে করে দিনাজপুরে স্বপ্নপুরী থেকে ফেরার পথে দ্রুতগামী নৈশ কোচের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে ৮ জন যুবক নিহত হয়। এছাড়া হাসপাতালে নেয়ার পথে একজন মারা যায়। নিহতরা হলেনÑ আরাজি দলুয়া তল্লিবাড়ির আব্দুল হান্নানের ছেলে ময়নুল (২০), নতিবাড়ী কাঞ্চনপাড়ার মো. আনারুলের ছেলে রাব্বি (১৪), একই এলাকার হাফেজুল ইসলামের ছেলে মাজেদুল ইসলাম (১৫), একই এলাকার মো. মকবুলের ছেলে রুবেল (২৫), একই এলাকার আবিয়ার আলী ছেলে খায়রুল ইসলাম (২৫) এবং কিসামত দোগাছী গ্রামের মাহাবুবুল ইসলামের ছেলে মিজানুর রহমান (২০), আরাজি দলুয়ার কবেদ আলীর ছেলে শামীম (১৬), একই এলাকার আব্দুল রশিদের ছেলে ডালিম (১৮), ধোপাডাঙ্গা জোড়াপাখুরীর সুবাস চন্দ্র রায়ের ছেলে বিধান চন্দ্র রায় (১৮)। গুরুতর আহত ৬ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়। দুর্ঘটনার পর পরই সৈয়দপুর থানাপুলিশ সদস্যরা ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়। : চট্টগ্রাম : চট্টগ্রামের পটিয়া ও সীতাকুন্ড উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় চারজন মারা গেছেন। আহত হয়েছেন কমপে ২০ জন। গত শুক্রবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পটিয়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘বেলা ১১টার দিকে বান্দরবান থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে চট্টগ্রাম থেকে আসা পটিয়ার একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। এদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি আনোয়ারা তুলাতলির মৃত বাদল চন্দ্র দেবের ছেলে শিবকর চন্দ্র দেব (৪৫)। এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ডের শুকলালহাটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে অজ্ঞাত যুবক (৩০) ও বৃদ্ধা নারী (৬৫) নিহত হন। আহত হন ৫ জন। : ঝিনাইদহ : স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ জানান, ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত : হয়েছেন। ঈদের দিনসহ সোমবার দুপুর পর্যন্ত মটরসাইকেল দুর্ঘটনায় এই তিনজন প্রাণ হারান। নিহতরা হলেনÑ ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি বিএনপি নেতা এড. দবির হোসেনের ছেলে দিনদার হোসেন রনি (২৫), মাগুরা সদর উপজেলার পশ্চিম রামনগর গ্রামের নিটুল হোসেনের স্কুলপড়–য়া ছেলে সোহান (১৫) ও ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা হবিবার রহমান হবির ছেলে আজিজুর রহমান নিলু (৩১)। পুলিশ সূত্রে জানা গেছে, ঈদের দিন শনিবার বিকালে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের নতুন বাজার এলাকায় রিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষে নিহত হন রনি। নিহত রনি সামাজিক সংগঠন মাদার তেরেসা ব্লাড ব্যাংকের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তাদের বাড়ি ঝিনাইদহ শহরের হামদহ এলাকায়। একই দিন মাগুরা থেকে মটরসাইকেল যোগে ঝিনাইদহে আসছিল স্কুলছাত্র সোহান। সে ঝিনাইদহ-মাগুরা সড়কের পাঁচমাইল নামক স্থানে পৌঁছালে মটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা খায়। এতে তার মাথায় আঘাত লাগে। তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে মৃত্যুবরণ করেন। গতকাল সোমবার ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকায় হীরা বেকারির সামনে ইবির মাইক্রোবাসের ধাক্কায় আজিজুর রহমান নিলু (৩১) নামে এক যুবক নিহত হন। তিনি বিএনপি নেতা ও সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হবিবার রহমান হবির ছেলে। তাদের বাড়ি সদর উপজেলার নগরবাথান গ্রামে। ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, আজিজুর রহমান নিলু দুপুরে মোটরসাইকেল যোগে ঝিনাইদহ শহর থেকে গাড়াগঞ্জ যাচ্ছিলেন। তিনি আরাপপুর হিরা বেকারির সামনে পৌঁছালে পিছন দিক থেকে আসা ইাসলামী বিশ্ববিদ্যালয়ের একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে লিলু গুরুতর আহত হন। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া ঝিনাইদহের বিভিন্ন উপজেলায় সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। রিফাত নামে স্টেডিয়ামপাড়ার এক যুবক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ঢাকার একটি হাসপাতালে কমায় রয়েছেন। দুর্ঘটনায় আহতরা হলেনÑ ইমামুল (১৮), মানিক (১৪), সাগর (২১), সোহেল (২৭), মিজান (২১), রোকন (১৫) ও আকাশ (১৮)। : কিশোরগঞ্জ: কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বনগ্রামে মোটরসাইকেলের ধাক্কায় মতিউর রহমান (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত মতিউর রহমান বনগ্রামের মৃত হাজী জনাব আলীর পুত্র। জানা যায়, রবিবার বিকেলে বনগ্রাম বাজার থেকে বাড়ি ফেরার পথে বাজার-সংলগ্ন স্থানে একটি দ্রুতগামী মোটরসাইকেল পিছন দিক থেকে ধাক্কা দিলে বৃদ্ধ মতিউর রহমান রাস্তায় ছিটকে পড়ে গিয়ে মাথায় প্রচন্ড আঘাত পান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। উপস্থিত জনতা মোটরসাইকেলসহ আরোহীকে আটক করে। বনগ্রাম ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিলন বলেন, উভয়পরে মধ্যে একটি সমঝোতার মাধ্যমে জেলা প্রশাসকের অনুমতিসাপেে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছে। : টাঙ্গাইল : কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, কালিহাতীতে বাসচাপায় মোটরসাইকেলে থাকা তিন বন্ধু নিহত হয়েছেন। গত রবিবার আড়াইটার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার সল্লা এলাকায় দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলেনÑ উপজেলার ঝাটিবাড়ি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে রাব্বি (১৪), যোগীপাল গ্রামের শামিমের ছেলে অন্তর (১৫), সহদেবপুর গ্রামের জামালের ছেলে শাকিল (১৫)। নিহতরা তিনজন বন্ধু বলে পুলিশ জানিয়েছেন। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মোশারফ হোসেন জানান, তিন বন্ধু মিলে এক মোটরসাইকেল করে যমুনায় ঈদের আনন্দ করতে যাওয়ার সময় বাসচাপায় ঘটনাস্থলেই তারা নিহত হয়। : কুমিল্লা: কুমিল্লা প্রতিনিধি জানান, কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক ট্রাভেল এজেন্সির ব্যবসায়ী ও এক নারী নিহত হয়েছেন। কুমিল্লার বরুড়া ও বুড়িচং উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। বরুড়ায় নিহত ট্রাভেল এজেন্সির ব্যবসায়ী জুয়েল মোল্লা (৩৫) বরুড়া পৌরসভার বেলভুজ এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে। এবং বুড়িচংয়ে নিহত অজ্ঞাতনামা একজন নারী। পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় কুমিল্লায় বাস চাপায় এক নারী নিহত হয়েছেন। ময়নামতি হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান জানান, রবিবার দিবাগত রাত ১টার দিকে মহাসড়কের কালাকচুয়া এলাকায় চট্টগ্রামমুখী সড়কে অজ্ঞাতনামা যাত্রীবাহীবাস এক নারী পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় ওই নারী। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। নিহত ওই নারীর পরিচয় জানা যায়নি। এদিকে পুলিশ সূত্র জানায়, একই দিন ভোরে কুমিল্লা থেকে বাড়ি যাওয়ার পথে বরুড়ার লাইজলায় রাস্তার পাশে ট্রাভেল এজেন্সির ব্যবসায়ী জুয়েল মোল্লা গাছের সাথে ধাক্কা খেয়ে তার ব্যবহৃত মাইক্রোবাস খাদে পড়ে যায়। এ সময় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বরুড়া থানার ওসি আজম উদ্দিন মাহমুদ। : নওগাঁ : নওগাঁ প্রতিনিধি জানান, নওগাঁর পতœীতলা উপজেলার বাকরইল মোড়ে বাস চাপায় চাচা জাহাঙ্গীর আলম (৩৭) ও তার ভাতিজা দুলাল হোসেন (২৫) নিহত হয়েছেন। ঈদের দিন শনিবার সকাল সাড়ে ৬টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম পতœীতলা উপজেলার বনপুন দণিপাড়া গ্রামের তকিমুদ্দিনের ছেলে এবং নিহত জাহাঙ্গীর আলমের ভাতিজা দুলাল হোসেন ইয়াকুব আলীর ছেলে। পতœীতলা থানার পরিদর্শক (তদন্ত) জহুরুল হক জানান, বাড়ি থেকে মোটরসাইকেলযোগে পতœীতলা সদরে ঈদ উপলে গোশ্ত কিনতে যাওয়ার সময় বাকরইল মোড়ে ঢাকা থেকে সাপাহারগামী হানিফ পরিবহনের একটি বাস ওই মোটরসাইকেলকে চাপা দেয়। ফলে ঘটনাস্থলেই চাচা জাহাঙ্গীর আলম মারা যান। গুরুতর আহত দুলালকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বেলা ১২টার দিকে মারা যান দুলাল। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে বলেও পরিদর্শক জহুরুল হক জানান। : নাটোর: বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি জানান, বড়াইগ্রামে রবিবার ও শনিবার পৃথক সড়ক দুর্ঘটনায় মাদরাসাছাত্রসহ দুজন নিহত হয়েছে। নিহতরা হলো- উপজেলার বড়াইগ্রাম পৌরসভার চকবড়াইগ্রাম গ্রামের জিয়াউর রহমান ব্যাপারীর ছেলে ও সিরাজগঞ্জের একটি হাফেজিয়া মাদরাসার ছাত্র জিহাদুল ইসলাম (১৩) এবং বনপাড়া পৌরসভার হারোয়া গ্রামের মানিক মিস্ত্রির ছেলে দুলাল হোসেন মিস্ত্রি (৪২)। স্থানীয়রা জানান, ঈদের দিন শনিবার জিহাদ শখের বশে তার বাবার ব্যাটারিচালিত অটোভ্যান চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে বড়াল নদীতে পড়ে যায়। পরে তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দুপুরে সে মারা যায়। এর আগে শনিবার সকাল সাড়ে ৭টার দিকে দুলাল বনপাড়া বাজার থেকে নতুন কেনা মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে হারোয়া বটতলার মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক পিলারের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে তার মাথা থেঁতলে যায়। পরে পথচারীরা উদ্ধার করে স্থানীয় কিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। : বগুড়া: সান্তাহার (বগুড়া) প্রতিনিধি জানান, বগুড়ার আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় আরিফুল ইসলাম (২১) নামের এক যুবক নিহত হয়েছেন এবং মহিলাসহ অপর ৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে। জানা যায়, ঈদের দিন শনিবার বেলা ১১টার দিকে নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘি উপজেলার শিয়ালশন নামক স্থানে একটি মটরসাইকেল অপর মটরসাইকেলকে ওভারটেক করার সময় ধাক্কা খেয়ে রাস্তায় ছিটকে মটরসাইকেল আরোহী আরিফুলসহ ৪ জন গুরুতর আহত হন। পরে আহত আরিফুলকে বগুড়ার একটি কিনিকে ভর্তি করা হলে সেখানে তার অবস্থার অবনতি হলে রবিবার সকালে ঢাকা নেয়ার পথে সে মারা যায়। সে আদমদীঘি উপজেলার ধামাইল গ্রামের রফিকুল ইসলামের ছেলে বলে জানা গেছে। : গাজীপুর : গাজীপুরের কাপাসিয়া উপজেলার সূর্য নারায়ণপুর এলাকায় ট্রাক-পিকআপ সংঘর্ষে পিকআপ চালক নিহত হয়েছেন। গত মঙ্গলবার (১২ জুন) দুপুরে রাজেন্দ্রপুর-কাপাসিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎণিক নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩৫ বছর। : ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাকচাপায় সাহাবুদ্দিন মিয়া (১৬) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। ঈদের আগের দিন গত শুক্রবার রাতে উপজেলার ইসলামপুর এলাকার পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সামনে এ ঘটনা ঘটে। নিহত সাহাবুদ্দিন উপজেলার বীরপাশা এলাকার নাজু মিয়ার ছেলে। সে উপজেলার বিভিন্ন এলাকায় রিকসা চালাতেন। খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি হোসেন সরকার জানান, ঢাকা-সিলেট মহাসড়কে পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সামনে একটি যাত্রীবাহী বাস অপর একটি পণ্যবোঝাই ট্রাককে অতিক্রম করার সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে একটি রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশার চালক সাহাবুদ্দিন মারা যান। : নারায়ণগঞ্জ: রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৩ জন নিহত হয়েছে। ঈদের দিন ও ঈদের পরের দিন উপজেলার তারাব পৌরসভার তারাব বিশ্বরোড, আড়িয়াবো ও সদর ইউনিয়নের গুতিয়াবো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক সাজাউল হক জানান, ঈদের দিন শনিবার রাত ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের তারাব বিশ্বরোড এলাকায় একটি প্রাইভেটকারের ধাক্কায় অজ্ঞাতনামা যুবক (৩০) ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। ঈদের পরের দিন রবিবার বিকেলে একই পৌরসভার আড়িয়াবো এলাকায় স্থানীয় হাজী আমির হোসেনের মেয়ে সারা মনি (০২) কে একটি ব্যাটারিচালিত অটোরিক্সা চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপরদিকে রাত ১০টার দিকে সদর ইউনিয়নের কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কের গুতিয়াবো এলাকায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই রাজধানীর তাঁতীবাজার এলাকার সুনীল হাওলাদারের ছেলে সমির হাওলাদার (২২) মৃত্যুবরণ করেন। এ ঘটনায় রূপগঞ্জ থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। : নোয়াখালী : নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে দুই সহোদরসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুজন। রবিবার দুপুরে উপজেলার নোয়াখালী-লাকসাম বাইপাস সড়কের রামপুর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা অটোরিকশার যাত্রী ও চালক। নিহত ব্যক্তিরা হলেনÑ সোনাইমুড়ীর কাঁঠালিয়া গ্রামের বাচ্চু মিয়ার দুই ছেলে মিজান ও বেলাল এবং একই গ্রামের রুহুল আমিনের ছেলে অটোরিকশাচালক রাকিব। আহতদের মধ্যে আবদুল নামে একজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাড়ি কৈলাইয়া গ্রামে। অন্যজনের পরিচয় জানা যায়নি। সোনাইমুড়ী থানার ওসি মো. নাছিম উদ্দিন জানান, দুপুরে মিজান ও বেলাল ঘরের খুঁটি কেনার জন্য অটোরিকশায় করে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাশার বাজারে যাচ্ছিলেন। পথে রামপুর এলাকায় হিমাচল পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই মিজান, বেলাল ও রাকিব নিহত হন। দুর্ঘটনার শিকার বাস ও অটোরিকশাটি থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানান ওসি। : ঠাকুরগাঁও : গত রবিবার ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেনÑ সদর উপজেলার জামালপুর ইউনিয়নের পারপুগী গ্রামের ফারুক ও কাউসার। রবিবার দুপুর ৩টার দিকে ঠাকুরগাঁও রোড মথুরাপুর এলাকা দিয়ে বালিয়াডাঙ্গী উপজেলার দিকে যাচ্ছিল তিন মোটরসাইকেল আরোহী। এ সময় বিপরীত দিক আসছিল যাত্রীবাহী একটি মিনিবাস। এ সময় মিনিবাসটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। : চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা শহরের কলেজ রোডে বিগবাজারের সামনে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাগর সৈকত অপু (২০) নামের এক মেডিকেল কলেজছাত্র নিহত হয়েছেন। আহত হয়েছেন দুইজন। রবিবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে। নিহত সাগর সৈকত শহরের কোর্টপাড়ার বাসিন্দা নাজেম উদ্দিনের ছেলে এবং আদ-দ্বীন মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। আহত হয়েছেন নিহত সাগর সৈকতের বড় ভাই সালাহউদ্দিন শুভ (২২) ও জ্বিনতলা মল্লিকপাড়ার মৃত শহিদুল ইসলামের ছেলে হৃদয় হোসেন (২১)। : বিকেল ৬টার দিকে মোটরসাইকেল দুর্ঘটনায় আহতদের সদর হাসপাতালে নেয়া হয়। সার্জারি বিভাগের কনসালটেন্ট ওয়ালিউর রহমান রাত ৮টার দিকে সাগর সৈকতকে মৃত ঘোষণা করেন। : ঢাকা আশুলিয়া : ঈদের পর দিন গত রবিবার দুপুরে ঢাকার আশুলিয়ার নয়ারহাট এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় রায়হান মিয়া (২০) নামের এক বাসচালকের সহকারী নিহত হন। পুলিশ জানায়, দুপুরে আশুলিয়ার নয়ারহাট এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক পার হওয়ার সময় সাভার থেকে ছেড়ে আসা পাটুরিয়াগামী একটি যাত্রীবাহী বাস রায়হান মিয়াকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে খবর পেয়ে আশুলিয়া থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত রায়হান মিয়া আশুলিয়ার কুরগাঁও পুরাতনপাড়া এলাকার রাবির বাসায় ভাড়া থাকতেন। তিনি পাবনার বেড়া উপজেলার জগন্নাথপুর গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে। : মাগুরা : মাগুরা প্রতিনিধি জানান, মাগুরা-যশোর মহাসড়কের মাগুরার শালিখা উপজেলার কৃষ্ণপুর এলাকায় গতকাল সোমবার দুপুরে দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত ও মা গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলেনÑ মাগুরা সদর উপজেলার রুপাটি গ্রামের লিয়াকত আলীর ছেলে মমতাজ আলী (৩৫) ও তার একমাত্র কন্যা সুমাইয়া (৬)। আহত মা শাপলা বেগমকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শালিখা থানার ওসি রবিউল ইসলাম জানান, দুপুর ১২টার দিকে মমতাজ আলী স্ত্রী-কন্যাকে নিয়ে ইঞ্জিনচালিত ভ্যানে করে নিজ গ্রাম মাগুরা সদরের রুপাটি থেকে শালিখা উপজেলার হরিশপুরে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। শালিখার কৃষ্ণপুর এলাকায় বিপরীতমুখী একটি যাত্রীবাহী বাস ভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শিশু সুমাইয়া মারা যায়। গুরুতর আহত হন সুমাইয়ার মা-বাবা মমতাজ আলী ও শাপলা বেগম। আহত অবস্থায় তাদের দুজনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হলে কিছুণ পর মমতাজ আলীর মৃত্যু হয়। এদিকে ১০ ট্রাক অস্ত্র মামলায় সাক্ষী পুলিশ পরিদর্শক হেলালের মৃত্যু হয়েছে। : নরসিংদী: স্টাফ রিপোর্টার, নরসিংদী জানান, নরসিংদীতে ট্রেনের ধাক্কায় বাবা মেয়েসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। ঢাকা-চট্টগ্রাম রেল সড়কের নরসিংদীর বাদুয়ারচরে নেয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় বাবা ও দুই মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় সদর উপজেলার বাদুয়ারচরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেনÑ নরসিংদী পৌর এলাকার বিলাশদী মহল্লার মোল্লা বাড়ির ভাড়াটিয়া হাফেজ মিয়া (৪০), হাফেজ মিয়ার কন্যা তারিণ আক্তার (১৪) এবং তুলি আক্তার (০২)। পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহতরা সকলেই নোয়াখালী জেলার বাসিন্দা। হাফেজ মিয়া স্থানীয় ভেলানগর বাজারে চা-পান বিক্রেতা। সোমবার বিকেলে ঈদ আনন্দ উপভোগ করতে সপরিবারে বাদুয়ারচর রেল ব্রিজ এলাকায় ঘুরতে যায়। তারাসহ আরো অনেকেই রেললাইনে অবস্থান করছিল। এ সময় ঢাকা থেকে নেয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি যাওয়ার সময় তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে নরসিংদী রেলওয়ে ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করে। নরসিংদী রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক আবু সায়েম চৌধুরী জানান, বিকেলে ঘুরাঘুরির সময় তারা রেল লাইনে উঠে পড়ে বলে জানতে পেরেছি। অতিরিক্ত লোক ও পার্শ্ববর্তী নদীতে বিকট শব্দে গান-বাজনার ফলে তারা ট্রেনের হর্ন শুনতে পারেনি। ফলে ট্রেনের ধাক্কায় তিনজনই নিহত হয়। আমরা আইনানুযায়ী পরবর্তী ব্যবস্থা নিচ্ছি। : ১০ ট্রাক অস্ত্র উদ্ধার অভিযানে অংশ নেয়া পুলিশ কর্মকর্তা কুমিল্লার হেলাল নিহত : ২০০৪ সালের ১ এপ্রিল রাতে চট্টগ্রামে চাঞ্চল্যকর ১০ ট্রাক অস্ত্র উদ্ধার অভিযানে অংশ নেয়া ট্রাফিক পুলিশের তৎকালীন সার্জেন্ট এবং বর্তমানে চট্টগ্রাম বন্দর এলাকার ট্রাফিক পুলিশের পেট্রোল ইন্সপেক্টর (পিআই) হেলাল উদ্দিন ভূঁইয়া সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি কুমিল্লার চান্দিনা উপজেলার কেরণখাল ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আমির আলী ভূঁইয়া মাস্টারের ছেলে। : রবিবার দুপুর পৌনে ২টার দিকে ফেনীর রামপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। : এদিকে টিআই হেলালের মৃত্যুর খবরে তার পরিবার ও স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম। তার পরিবারের লোকজন এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড উল্লেখ করে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে। : ফেনী জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মীর গোলাম ফারুক জানান, চট্টগ্রাম বন্দর এলাকার ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর হেলাল উদ্দিন ভূঁইয়া তার গ্রামের বাড়ি কুমিল্লার চান্দিনা থেকে রবিবার নিজে প্রাইভেটকার (চট্ট-মেট্রো-গ-১১-৫১৪১) চালিয়ে চট্টগ্রামে কর্মস্থলের উদ্দেশে যাচ্ছিলেন। : পথিমধ্যে দুপুর পৌনে ২টার দিকে ফেনী জেলার রামপুর এলাকায় পৌঁছার পর তার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লেগে ছিটকে গিয়ে আরও একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ওই প্রাইভেটকারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে তাৎণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর সন্ধ্যা ৬টার দিকে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সোমবার ওই হাসপাতালে তার মরদেহের ময়নাতদন্ত হয়। গাড়িটি উদ্ধার করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। তবে টিআই হেলাল উদ্দিন ভূঁইয়ার পারিবারিক সূত্রে জানা যায়, ১০ ট্রাক অস্ত্র উদ্ধার অভিযানে অংশ নেয়ার পর তৎকালীন সরকার তাকে হয়রানিমূলক বদলিসহ মানসিকভাবে নির্যাতন করেছিল। ওই সময় তাকে হত্যার হুমকিও আসতো বলে তারা দাবি করেন। তার পরিবার ও স্বজনদের দাবি, এটি সড়ক দুর্ঘটনা নয়, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তারা সরকারের কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন। চান্দিনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শামছুল ইসলাম জানান, সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিহতের ময়নাতদন্ত করার পর রাজারবাগ পুলিশ লাইন্সে জানাজা অনুষ্ঠিত হয়েছে। বাদ আসর গ্রামের বাড়িতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে। তার পরিবারের বরাত দিয়ে স্থানীয় কেরণখাল ইউনিয়নের চেয়ারম্যান মো. হারুন অর রশিদ জানান, হেলাল উদ্দিন ভূঁইয়া অত্যন্ত শান্ত স্বভাবের ছিলেন। তার মৃত্যুতে আমরা শোকাহত। এ দুর্ঘটনার সঙ্গে অন্য কোনো বিষয় আছে কি-না তা তদন্ত করে বের করার দাবি জানাচ্ছি। : উল্লেখ্য, চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার ঘাটে ২০০৪ সালের ১ এপ্রিল রাতে ১০ ট্রাক অস্ত্র খালাসের সময় ঘটনাস্থলে প্রথম উপস্থিত হন তৎকালীন সার্জেন্ট ও কয়লার ডিপো ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দীন ভূঁইয়া। পরে তার মাধ্যমে খবর পেয়ে অন্যান্য সিনিয়র কর্মকর্তারা ঘটনাস্থলে যান। এ ঘটনায় কর্ণফুলী থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাদুর রহমান বাদী হয়ে চোলাচালান ও অস্ত্র আইনে পৃথক ২টি মামলা দায়ের করেন। ২০১৪ সালের ৩০ জানুয়ারি এ মামলায় আদালত সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াত নেতা মতিউর রহমান নিজামী এবং বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৪ জনকে মৃত্যুদণ্ড ও পাঁচ লাখ টাকা করে জরিমানা এবং অস্ত্র আইনের মামলায় তাদের সবাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন
No comments