রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে উদাহরণ সৃষ্টি করেছে বাংলাদেশ: প্রিয়াংকা
মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ উদাহরণ সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন সফররত ইউনিসেফের শুভেচ্ছা দূত অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। চার দিনের সফর শেষে বৃহস্পতিবার (২৪ মে) সন্ধ্যায় রাজধানীতে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে শিশুদের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা উল্লেখ করে পুরো বিশ্বকে এ সংকট সমাধানে এগিয়ে আসারও আহ্বান জানান প্রিয়াংকা চোপড়া।
তিনি বলেন, পাঁচ থেকে ছয় বছরের শিশুরাও মিয়ানমারে তাদের ভয়াবহ অভিজ্ঞতার কথা বর্ণনা করেছে। নিজেদের বাড়িতে বোমা পড়তে দেখেছে তারা, আত্মীয়দের হাত-পা কেটে ফেলে রাখা হয়েছে; এমন ঘটনাও দেখেছে অনেকে। গত বছর যখন মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গাদের ওপর এমন দমন-পীড়ন শুরু করে তখন বাংলাদেশ তাদের সীমান্ত খুলে দিয়ে উদাহরণ সৃষ্টি করেছে।
No comments