১৫ লাখ শ্রমিক নেয়ার চুক্তি পুনর্বিবেচনা করবে মালয়েশিয়া সরকার
জি-টু-জি প্রকল্পের আওতায় বাংলাদেশ থেকে ১৫ লাখ শ্রমিক নেয়ার চুক্তি পুনরায় খতিয়ে দেখার ঘোষণা দিয়েছে মালয়েশিয়ার নতুন সরকার। পাশাপাশি অন্য যেসব দেশের সঙ্গে এ ধরণের চুক্তি রয়েছে সেগুলোও পর্যালোচনার কথা জানিয়েছেন দেশটির মানবসম্পদ বিষয়ক মন্ত্রী এম কুলাসেগারা।
বৃহস্পতিবার স্থানীয় একটি শিল্প আদালত পরিদর্শন শেষে তিনি বলেন, বিদেশি শ্রমিকদের ওপর নির্ভরতা কমিয়ে আনার পাশাপাশি চাকুরির ক্ষেত্রে নিজ দেশের নাগরিকদের অগ্রাধিকার নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত নেয়া হচ্ছে।
এসময় বাংলাদেশের সঙ্গে স্বাক্ষরিত জি-টু-জি প্রকল্প পুনরায় পর্যালোচনার পাশাপাশি দেশটিতে বিদেশি শ্রমিকের সংখ্যা কমিয়ে আনার কথা জানান।
তবে নির্দিষ্ট কিছু প্রকল্পে বিদেশি শ্রমিকদের কাজের অনুমোদন দেয়া হতে পারে বলেও জানান কুলাসেগারা। জি টু জি প্রকল্পের আওতায় ১৫ লাখ বাংলাদেশি শ্রমিক নিতে ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের সঙ্গে ওই সমঝোতা সই করে মালয়েশিয়া সরকার।
বৃহস্পতিবার স্থানীয় একটি শিল্প আদালত পরিদর্শন শেষে তিনি বলেন, বিদেশি শ্রমিকদের ওপর নির্ভরতা কমিয়ে আনার পাশাপাশি চাকুরির ক্ষেত্রে নিজ দেশের নাগরিকদের অগ্রাধিকার নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত নেয়া হচ্ছে।
এসময় বাংলাদেশের সঙ্গে স্বাক্ষরিত জি-টু-জি প্রকল্প পুনরায় পর্যালোচনার পাশাপাশি দেশটিতে বিদেশি শ্রমিকের সংখ্যা কমিয়ে আনার কথা জানান।
তবে নির্দিষ্ট কিছু প্রকল্পে বিদেশি শ্রমিকদের কাজের অনুমোদন দেয়া হতে পারে বলেও জানান কুলাসেগারা। জি টু জি প্রকল্পের আওতায় ১৫ লাখ বাংলাদেশি শ্রমিক নিতে ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের সঙ্গে ওই সমঝোতা সই করে মালয়েশিয়া সরকার।
No comments