জেনারেল আজিজ আহমেদকে নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে গতকাল সোমবার প্রতিরা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আবু বকর ছিদ্দিক স্বারিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেয়া হয়। প্রজ্ঞাপনে : বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর বিএ-২৪২৪ লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ কোয়ার্টার মাস্টার জেনারেলকে ২৫ জুন নতুন সেনাপ্রধান হিসেবে তার দায়িত্ব গ্রহণ করবেন। ওই দিনই তাকে জেনারেল পদে পদোন্নতি দেয়া হবে বলে প্রতিরা মন্ত্রণালয়ের আদেশে উল্লেখ করা হয়েছে। আজিজ আহমেদ তিন বছরের জন্য সেনা প্রধানের দায়িত্বে থাকবেন। এ নিয়োগের মাধ্যমে তিনি জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের স্থলাভিষিক্ত হচ্ছেন। আজিজ আহমেদ বর্তমানে সেনাবাহিনীতে কোয়ার্টার মাস্টার জেনারেলের (কিউএমজি) দায়িত্বে রয়েছেন। তার আগে আর্মি ট্রেইনিং অ্যান্ড ডকট্রিন্যাল কমান্ডের জিওসির পদে ছিলেন তিনি। : লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ এর আগে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালকেরও দায়িত্ব পালন করেন। আজিজ আহমেদ ১৯৬১ সালে চাঁদপুরে জন্মগ্রহণ করেন। তার বাবা ওয়াদুদ আহমেদ বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা
No comments