Header Ads

Loading...

ইরানের আকাশে আমিরাতের বিমান ছিনতাইয়ের চেষ্টা!

সম্প্রতি ইরানের আকাশসীমা থেকে একটি বিমান ছিনতাই-চেষ্টার অভিযোগ ওঠে। তবে এই ঘটনা অস্বীকার করেছে সংযুক্ত আরব আমিরাতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
বুধবার (২৩ মে) ইরানি গণমাধ্যমে প্রকাশ হয় দুবাই থেকে আফগানিস্তানের রাজধানী কাবুলে যাওয়ার পথে ইরানের আকাশসীমায় সংযুক্ত আরব আমিরাতের ফ্লাইট দুবাই এয়ারলাইন্সের একটি বিমান ছিনতাইয়ের চেষ্টা হয়েছে।

তবে আমিরাতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালক সাইফ আল-সুওয়াইদি এ খবর নাকচ করে দিয়েছেন।

তিনি বলেন, এফজেড-৩০১ নম্বর ফ্লাইটটি দুবাই থেকে কাবুলে যাওয়ার সময় দুবাই ফিরে আসে এবং দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে সব যাত্রীকে নামিয়ে দেয়। এরপর বিমানটি সকাল ৮টা ৩১ মিনিটে আবার দুবাই ছাড়ে।

তিনি দাবি করেন, বিমানের এক যাত্রীর অস্বাভাবিক আচরণের কারণে এ ঘটনা ঘটে। পরে ওই যাত্রীকে আটক করা হয়।

No comments

Powered by Blogger.