Header Ads

Loading...

হঠাৎ শামির বাড়িতে কেন হাসিন?

বেশ কিছুদিন আগে ভারতীয় পেসার মোহাম্মদ শামির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করেছিলেন তাঁর স্ত্রী হাসিন জাহান। সাবেক এই মডেল কলকাতা পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছিলেন, তাঁকে নাকি হত্যার চেষ্টাও করেছেন এই ভারতীয় পেসার! শুধু তাই নয়, একাধিক বিবাহবহির্ভূত সম্পর্ক ও ফিক্সিংয়ে জড়িত থাকার মতো গুরুতরও অভিযোগ করেছিলেন।
এর পরই শামিকে নিয়ে পুরো ক্রিকেট দুনিয়ায় তোলপাড় শুরু হয়েছিল। নড়েচড়ে বসেছিল ভারতীয় ক্রিকেট বোর্ডও (বিসিসিআই)। তারা তদন্তও করেছিল। প্রথমে চুক্তি থেকে বাদ দেওয়া হলেও পরে এই পেসারকে চুক্তিতে আবার ফিরিয়ে নেয় বিসিসিআই। ক্যাটাগরি 'বি'-তে রাখা হয়েছে তাঁকে।
তবে বিষয়টি নিয়ে এখন তদন্ত করছে কলকাতা পুলিশ। এরই মধ্যে ভারতীয় এই পেসারকে পুলিশ জেরাও করেছে। বিষয়টি যখন এই পর্যায়ে, তখন হাসিন হঠাৎ কেন শামির বাড়িতে গেলেন। তা নিয়ে এখন চলেছে নানা আলোচনা। হাসিন সম্প্রতি হঠাৎ করে শামির উত্তরপ্রদেশের আমরোহার বাড়িতে চলে যান। তখন অবশ্য বাড়িতে তালা দেওয়া ছিল। তা দেখে সেখানেই বসে পড়েন হাসিন। হাসিনের সঙ্গে ছিলেন তাঁর মেয়ে সায়রা ও আইনজীবী জাকির হোসেন। হাসিন নাকি শামির বাড়ির তালা ভাঙারও চেষ্টা করেছিলেন।
অবশ্য শামি এখন আইপিএলের দল দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে খেলছেন। কিন্তু স্ত্রীর সঙ্গে বিবাদের ছায়া তাঁর পারফরম্যান্সে পড়েছে বলেই মনে করা হচ্ছে।

No comments

Powered by Blogger.