Header Ads

Loading...

জয় দিয়ে সুইডেনের বিশ্বকাপ শুরু


জয় দিয়ে সুইডেনের বিশ্বকাপ শুরু

বিরতির পর শুরুতেই ভালো একটি সুযোগ পেয়েছিল দক্ষিণ কোরিয়া। কিন্তু বক্সের ভেতর থেকে কো জা চেয়লের হেডে বল লাগে পাশের জালে। এই প্রচেষ্টা ছাড়া দক্ষিণ কোরিয়া অন টার্গেটে কোনো শটই নিতে পারেননি।


৬১ মিনিটেই ভিক্টর ক্লাসেন হং হি চ্যানকে ফাউল করার কারণে হলুদ কার্ড দেখেন। পরের মিনিটেই তাকে ফাউল করে বসেন দক্ষিণ কোরিয়ার কিম কিন উ। বক্সের ভেতর ফাউল। রেফারি বাঁশি বাজাতে দ্বিধা করলে সুইডেনই আবেদন করে বসে ফাউলের। ফলে, রেফারি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সহায়তা নেন, এটি সত্যিই পেনাল্টি দেয়ার মতো ফাউল হয়েছে কি-না। 
 
সুইডেন-দক্ষিণ কোরিয়া ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ড্র হয়। তবে প্রথমার্ধে দক্ষিণ কোরিয়ার চেয়ে তুলনামূলক ভালো খেলেছে সুইডেন। কিন্তু গোল আদায় করতে পারেনি তারা। 
 
ম্যাচের শুরু থেকেই সুইডেনের আক্রমণভাগ দারুণ চাপ সৃষ্টি করে দক্ষিণ কোরিয়ার রক্ষণে। তবে খেলার ২০ মিনিটে প্রথম কোনো ভালো সুযোগ তৈরি করেছিলো সুইডেন। কোরিয়ান ডিফেন্ডাররা তাদের লাইন থেকে সঠিকভাবে বলটি ক্লিয়ার করতে পারেনি। যে কারণে বলটি পেয়ে যান মার্কাস বার্গ। 
 
২৯ মিনিটে আরও একটি দারুণ সুযোগ তৈরি করে সুইডেন। এবারও মার্কাস বার্গ। বক্সের মধ্যে বল পেলেও তিনি গোল করতে ব্যর্থ হলেন। ফলে আবারও হতাশায় পুড়তে হলো সুইডিশ দর্শকদের। ৪৩ মিনিটে আবারও সেই মার্কাস বার্গ। বাম পাশ গোলপোস্টের ৬ গজ সামনে থেকে শট নেন বার্গ। কিন্তু এবারও তার শট লক্ষ্যভ্রস্ট হয়। 
 
সুইডেনের জয়ে এই গ্রুপটা বেশ জমে উঠেছে। আগের দিন নিজেদের প্রথম ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে দেয় মেক্সিকো। মেক্সিকো ও সুইডেন সমান ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষ দুটি স্থানে আছে। অন্যদিকে জার্মানি ও দক্ষিণ কোরিয়া কোনো পয়েন্ট পায়নি।

No comments

Powered by Blogger.