বেলজিয়াম-পানামা ম্যাচ প্রথমার্ধ গোলশূন্য
বেলজিয়াম ও পানামার মধ্যকার ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যতে শেষ হয়েছে। সোমবার রাশিয়ার সোচিতে জি গ্রুপের এই ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হয়েছে।
পুরো প্রথমার্ধজুড়ে বেলজিয়াম আধিপত্য বিস্তার করে খেলেছে। বল পজেশন থেকে শুরু করে গোলের সুযোগ তৈরি সব দিক থেকেই দলটি পানামার চেয়ে অনেকটা এগিয়ে ছিল। কিন্তু গোলের খেলা গোলই হয়নি।
No comments