সৌদি আরবের মদিনায় অভিবাসী বাংলাদেশীদের মত বিনিময়
সৌদি আরবের মদিনায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে অভিবাসী বাংলাদেশীদের দেশের উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার মদিনা শহরের স্থানীয় একটি হোটেলে চিকিৎসক, প্রকৌশলী,শিক্ষক, সাংবাদিক, কমিউনিটি নেতৃবৃন্দও ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার প্রায় ৫০ (পঞ্চাশ) জন অভিবাসী বাংলাদেশী এ মত বিনিময় সভায় অংশগ্রহন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মদিনা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আব্দুল জলিল। দূতাবাসের সোনালী ব্যাংকে্র প্রতিনিধি আব্দুল ওয়াহাবের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ।
মতবিনিময় সভায় রাষ্ট্রদূত অভিবাসী বাংলাদেশীদের দেশের উন্নয়নে নিজের অভিজ্ঞতা, বিনিয়োগ ও জন সেবায় এগিয়ে আসার আহবান জানান। তিনি এসকল বিষয়ে প্রবাসীদের ভূমিকা রাখার ক্ষেত্রে সরকারের নেয়া বিভিন্ন পদেক্ষেপগুলি তুলে ধরেন।
রাষ্ট্রদূত বলেন, প্রবাসীদের দেশের উন্নয়নে সম্পৃক্ত করার জন্য সরকার বিনিয়োগ, জনসেবা ও বিশেষজ্ঞ সংযুক্তি নামে তিনটি ক্ষেত্র নির্ধারণ করেছে। অভিবাসী বাংলাদেশীগণ যেকোন ক্ষেত্রে নিজেকে যুক্ত করে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারেন। তিনি তির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের নার বাংলা বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিনত হওয়ার স্বপ্নবাস্তবায়নে এগিয়ে আসার জন্য প্রবাসীদের আহবান জানান।
তিনি বলেন, ইতিমধ্যে প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে বাংলাদেশের এলডিসিভুক্ত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উত্তরণ ঘটেছে। উন্নয়নের এধারা অব্যাহত রাখতে প্রবাসীদের বৈধপথে রেমিট্যান্স পাঠানো ও দেশের উন্নয়নে সম্পৃক্ত হওয়ার জন্য আহবান জানান রাষ্ট্রদূত।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড.এ কে এম আব্দুল মোমন,বি- বাড়ীয়া১ নাসিরনগর আসনের সংসদসদস্য বিএম ফরহাদ হোসেন সংগ্রামও প্রাক্তন সংসদসদস্য হাফেজ রুহুল আমিন মাদানী। মতবিনিময় সভা শেষে ইফতারের আয়োজন করা হয়। এ সময়দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।
No comments