Header Ads

Loading...

লন্ডন পার্লামেন্টে বাংলাদেশ বিষয়ক সেমিনার

যুক্তরাজ্যের লন্ডনে হাউস অফ কমেন্সের কক্ষে সেকুলার মুভমেন্ট  ইউ কে এর উদ্যোগে সেকুলারিসম -হোপ ফর ইউনিটি , পিচ্ এন্ড জাস্টিস শিরোনামে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
 
বুধবার   হাউস অফ পার্লামেন্টের এর মেম্বার জিম ফিটজ প্যাটট্রিক  এমপি এর সভাপতিত্বে মূল আলোচক  ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মেজবাহ কামাল।  এ ছাড়া আরো আলোচক বাংলাদেশের জাতীয় সংসদের  মেহজাবিন খালেদ এম পি, ডেনমার্ক প্রবাসী ইন্টারন্যাশনাল সেকুলার ফোরাম ফর বাংলাদেশ এর আহ্বায়ক ও রাজনৈতিক ব্যক্তিত্ব  ড. বিদ্যুৎ বড়ুয়া ,  সেকুলার বাংলাদেশ মুভমেন্ট ইউএসএ এর শুভ রায়, সেকুলার মুভমেন্ট ইউ কে  এর সভাপতি পুষ্পিতা গুপ্ত, সাধারণ সম্পাদক জেসমিন চৌধুরী।
আলোচকরা সবাই একমত পোষণ করে বলেন , বাংলাদেশ রাষ্ট্রটি সেকুলারিজম এর ভিত্তিতে প্রতিষ্ঠিত হলে ও ১৯৭৫ সালের জাতির জনক বঙ্গবন্ধু  শেখ মুজিবর রহমানকে নৃশংসভাবে হত্যা করার পর বাংলাদেশে সেকুলারিজম  শিকড় উপড়ে  ফেলে সেখানে ইসলামিক  আদর্শের অনুপ্রবেশ ঘটে।  জেনারেল জিয়া, এরশাদ ও খালেদা জিয়ার শাসন আমলে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার নিপীড়ণের চিত্র অনেক বেশি ভয়াবহ। বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সর্বক্ষেত্রে সেকুলারিজমকে প্রাধান্য দিয়ে সকল ধর্মের আচার আচরণ ও ধর্মীয় অনুষ্ঠান পালন নিশ্চিত করেন।
 
ধর্ম যার যার উৎসব  সবার - এই স্লোগান কে প্রাধান্য দিয়ে সকল মানুষকে সব ধর্মের প্রতি শ্রদ্ধাবান করেছে বর্তমান সরকার।  এর পরেও বিভিন্ন সময় নির্বাচন পরবর্তী সংখ্যালঘুদের উপর নির্যাতন ও রামুর বৌদ্ধ পল্লীতে আগুনের ঘটনা  বাংলাদেশকে আন্তর্জাতিক মহলে প্রশ্নবিদ্ধ করেছে সেকুলারিজম এর ক্ষেত্রে। বর্তমান শেখ হাসিনা সরকার খুব দ্রুত এই সব ঘটনার  দ্রুত ব্যবস্থা নিয়েছেন।
 
এ ছাড়া উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক সায়েদ সাজিদুর রহমান ফারুক, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি সৈয়দ আহমেদ সাদ , আমার এমপি স্বেচ্ছাসেবী সংগঠন এর ফাউন্ডার সুশান্ত দাশ গুপ্ত।
 

No comments

Powered by Blogger.