হাটহাজারীতে গাছ থেকে পড়ে আহত কিশোরের মৃত্যু
হাটহাজারীতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট কিশোর মো: মোরশেদ(১৭) চিকিৎসাধীন অবস্থায় গত রোববার দিবাগত রাতে ঢাকার বার্ডেম হাসপাতালে মারা গেছে। সে পৌরসভার দক্ষিণ মিরেরখীল এলাকার মরহুম হাজী ইসমাইলের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, মো. মোরশেদ গত ১৯ মে বাড়ির পার্শ্ববর্তী আম গাছ থেকে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসকেরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। কিন্তু ১০ দিন পর গত রোববার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
গতকাল সোমবার মো. মোরশেদের লাশ নিজ বাড়িতে আনা হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরে জানাযা শেষে পারিবারিক কবস্থানে তাকে দাফন করা হয়।
No comments