Header Ads

Loading...

গ্রেটার ম্যানচেস্টার বাংলাদেশ এসোসিয়েশনের ইফতার মাহফিল

যুক্তরাজ্যের গ্রেটার ম্যানচেস্টার বাংলাদেশ এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২১ মে বুধবার সংগঠনের চেয়ারম্যান আবু নাসের ওয়াবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডি এন কোরাইশির পরিচালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার ও রাজনগর-এর সংসদ সদস্য এবং জাতীয় সংসদের প্যানেল স্পিকার সৈয়দা সায়রা মহসীন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান তিলাওয়াত করেন মাওলানা আব্দুল মালিক মহসীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানচেস্টারে বাংলাদেশ এসিস্ট্যান্ট হাইকমিশনের সহকারী হাইকমিশনার আবু নাসের মো. আনোয়ারুল ইসলাম।
আলোচনায় বক্তব্য রাখেন ময়নুল আমীন বুলবুল, সৈয়দা সানজিদা সারমিন, রুহুল আমীন রুহেল।
দোয়া পরিচালনা করেন মাওলানা খাইরুল হুদা খান।
উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন মারুফ খান, আশিক মিয়া, আফজাল রাব্বানী, রাহুল চৌধুরী, জামাল আহম্মদ, কামাল আহম্মদ, জসীম উদ্দীন, জাহাঙ্গীর ইসহাক, নিক্সন, ফরহাদসহ প্রমুখ।

No comments

Powered by Blogger.