কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
কক্সবাজার সদর থানার কবিতা চত্বর এলাকায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মো. মজিবুর রহমান (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত মজিবুর রহমান নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার তেঁতুলিয়া গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে। মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটের দিকে বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটে বলে র্যাব সূত্রে জানা গেছে।
র্যাব জানায় মজিবুরের নামে মাদকসহ বিভিন্ন অপরাধে অন্তত দশটি মামলা রয়েছে।
র্যাব-৭-এর কোম্পানি কমান্ডার মেজর মো. রুহুল আমিন প্রথম আলোকে বলেন, মাদক কেনা-বেচা হচ্ছে এমন খবর পেয়ে তাঁরা সেখানে অভিযান চালান। ঘটনাস্থলে পৌঁছালে সেখানে অবস্থানরত মাদক ব্যবসায়ীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও গুলি ছুড়ে পাল্টা জবাব দেয়। ঘটনাস্থলে প্রায় চার থেকে পাঁচজন মাদক ব্যবসায়ী ছিলেন। গোলাগুলির একপর্যায়ে সবাই পালিয়ে গেলেও ঘটনাস্থলে মজিবুরের গুলিবিদ্ধ মৃতদেহ পড়ে থাকে। ঘটনাস্থল থেকে মজিবুরের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে র্যাব।
এ ছাড়া সেখান থেকে ছয় হাজার পিচ ইয়াবা বড়ি, একটি দেশি ওয়ান শুটার, তিন রাউন্ড গুলি, দুইটি গুলির খালি খোসা উদ্ধার করে র্যাব–৭।
এ ছাড়া সেখান থেকে ছয় হাজার পিচ ইয়াবা বড়ি, একটি দেশি ওয়ান শুটার, তিন রাউন্ড গুলি, দুইটি গুলির খালি খোসা উদ্ধার করে র্যাব–৭।
No comments