Header Ads

Loading...

তামান্নার ১ গানের জন্য ৫০ লাখ রুপির অফার

ভারতের জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়া। ২০০৫ সালে হিন্দি সিনেমার মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে পা রাখেন। এরপর থেকে বেশকিছু দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি।
দক্ষিণী নায়িকাদের মধ্যে তার সবচেয়ে বড় গুণ হচ্ছে তামান্না খুব ভালো নৃত্যশিল্পী। অনেক সিনেমার আইটেম গানে কোমর দুলিয়ে প্রশংসাও কুড়িয়েছেন তিনি। ‘জয় লাভা কুসা’ সিনেমায় সর্বশেষ আইটেম গান নেচেছেন তামান্না। আর আইটেম গানে নাচের জন্য বেশ মোটা অঙ্কের অর্থ নিয়ে থাকেন এই নায়িকা।

ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রকাশিক খবরে বলা হয়েছে, আবারো নতুন একটি সিনেমার আইটেম গানে নাচবেন তিনি। আর গানটিতে পারফর্ম করার জন্য তামান্না ভাটিয়াকে ৫০ লাখ রুপি প্রদান করা হবে। আগামী চার পাঁচ দিনের মধ্যে গানটির শুটিং শুরু হবে।

নাগার্জুনা অভিনীত ‘আল্লারি আল্লুডা’ সিনেমাটি ১৯৯৩ সালে মুক্তি পায়। তেলেগু ভাষার এ সিনেমার রিমেক করছেন পরিচালক সব্যসাচী। আর এতেই এই আইটেম গানটি ব্যবহৃত হবে।

No comments

Powered by Blogger.