রাতে রোনালদো-সালাহ 'মহারণ'
শেষ হচ্ছে অপেক্ষার পালা। চ্যাম্পিয়ন্স লিগের মহারণে আজ মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও লিভারপুল। ১৩তম শিরোপা জয়ের মিশনে সব বাধা পেরুতে প্রস্তুত জিদান শিষ্যরা।
অন্যদিকে, দীর্ঘদিনের আক্ষেপ মেটাতে শিরোপার লড়াইয়ে একচুল ছাড় দিতে নারাজ অলরেডরা। কিয়েভের অলিম্পিয়েস্কি ন্যাশনাল স্পোর্টস কমপ্লেক্সে ম্যাচটি শুরু হবে রাত পৌনে একটায়।
২৭ মে ১৯৮১। পার্ক দে প্রিন্সেসে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হয়েছিলো রিয়াল মাদ্রিদ ও লিভারপুল। ৮২ মিনিটে অ্যালান কেনেডির গোলে স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়েছিলো রিয়ালের। তৃতীয়বারের মত চ্যাম্পিয়ন্স লিগ ঘরে তুলেছিলো অলরেড।
সময়ে স্রোতে বদলেছে দৃশ্যপট। চ্যাম্পিয়ন্স লিগে একচ্ছত্র আধিপত্য এখন রিয়ালের। বদলে যাওয়া সময়ে ৩৭ বছর পর আবারো ফাইনালের মঞ্চে দেখা হচ্ছে দু'দলের। একটা ট্রফি। তার জন্য নানা চড়াই উৎরাই পাড়ি দিয়েছে দলগুলো। এবার চূড়ান্ত মহারণ। রাশিয়া বিশ্বকাপের আগেই যেন আরো একটি বিশ্বকাপ উন্মাদনা চারদিকে। কে জিতবে মর্যাদার মঞ্চে? রিয়ালে কি ঘরে তুলবে টানা তৃতীয় শিরোপা। না কি রোমাঞ্চকর যাত্রা অব্যাহত থাকবে লিভারপুলের। তার উত্তর মিলবে ইউক্রেনের কিয়েভে।
অন্যদিকে, দীর্ঘদিনের আক্ষেপ মেটাতে শিরোপার লড়াইয়ে একচুল ছাড় দিতে নারাজ অলরেডরা। কিয়েভের অলিম্পিয়েস্কি ন্যাশনাল স্পোর্টস কমপ্লেক্সে ম্যাচটি শুরু হবে রাত পৌনে একটায়।
২৭ মে ১৯৮১। পার্ক দে প্রিন্সেসে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হয়েছিলো রিয়াল মাদ্রিদ ও লিভারপুল। ৮২ মিনিটে অ্যালান কেনেডির গোলে স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়েছিলো রিয়ালের। তৃতীয়বারের মত চ্যাম্পিয়ন্স লিগ ঘরে তুলেছিলো অলরেড।
সময়ে স্রোতে বদলেছে দৃশ্যপট। চ্যাম্পিয়ন্স লিগে একচ্ছত্র আধিপত্য এখন রিয়ালের। বদলে যাওয়া সময়ে ৩৭ বছর পর আবারো ফাইনালের মঞ্চে দেখা হচ্ছে দু'দলের। একটা ট্রফি। তার জন্য নানা চড়াই উৎরাই পাড়ি দিয়েছে দলগুলো। এবার চূড়ান্ত মহারণ। রাশিয়া বিশ্বকাপের আগেই যেন আরো একটি বিশ্বকাপ উন্মাদনা চারদিকে। কে জিতবে মর্যাদার মঞ্চে? রিয়ালে কি ঘরে তুলবে টানা তৃতীয় শিরোপা। না কি রোমাঞ্চকর যাত্রা অব্যাহত থাকবে লিভারপুলের। তার উত্তর মিলবে ইউক্রেনের কিয়েভে।
No comments