আফগানিস্তানকে এগিয়ে রাখলেন সাকিব রশিদ খানকে নিয়ে ভয় পাওয়ার কিছু নেই
আর কদিন পরেই আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ভারতের দেরাদুনে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের এই টি–টোয়েন্টি সিরিজ। এই সিরিজটি নিয়ে যতটা না আলোচনা হচ্ছে তার চাইতে বেশি আলোচনা হচ্ছে আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খানকে নিয়ে। তাকে নিয়ে রহস্যের কোন কুল কিনারা যেন খুঁজে পাচ্ছেনা বাংলাদেশের ব্যাটসম্যানরা। তবে ভরসা ছিল এক জায়গায়। আর তা হলো সাকিবের কাছ থেকে যদি কিছু আভাস পাওয়া যায় তার বোলিং সম্পর্কে। আর সাকিব এসে যেন অভয় দিলেন সতীর্থদের। রশিদ খানকে নিয়ে ভয়ের কিছু নেই। তবে দল হিসেবে এগিয়ে রেখেছেন সাকিব আফগানদের। কারণ টি–টোয়েন্টি র্যাংকিংএ এগিয়ে আফগানরা। তাছাড়া টি–টোয়েন্টি ক্রিকেটটা তারা বেশি খেলে এবং সে সাথে ভারও খেলে। আগের রাতে চেন্নাই সুপার কিংসের কাছে আইপিএল ফাইনালে হারের স্বাদ নিয়েই গতকাল দুপুরে দেশে ফিরেছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। একরাত দেশে অবস্থান করে আজই আবার আফগানিস্তানের বিপক্ষে সিরিজের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ। এই সিরিজে কোচ কোর্টনি ওয়ালশ ও সহ–অধিনায়ক নিজেদেরকে এগিয়ে রেখেছেন। কিন্তু আইপিএলের লম্বা সফর শেষে দেশে ফিরে টি–টিয়েন্টি অধিনায়ক সাকিব জানালেন, তার মতে আফগানিস্তানই এগিয়ে।
আগামী ৩, ৫ ও ৭ জুন ভারতের দেরাদুনে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান। বাংলাদেশের গেল কয়েক বছরের সাফল্য ও আফগানিস্তানের মতো যুদ্ধ বিধ্বস্ত একটি দেশের ক্রিকেটের উন্নতি দুটো বিষয়ই এই সিরিজের আলোচনার প্রধান বিষয়। একদিকে আছেন মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাকিব আল হাসানদের মতো বোলাররা। অন্যদিকে রশিদ খান,মোহাম্মদ নবীরা। সব মিলিয়ে একটি জমজমাট লড়াইয়ের আশা করছেন ক্রিকেট ভক্তরা। তবে আফগানিস্তানকে কিছুটা এগিয়েই রাখলেন সাকিব। দেশে ফিরেই বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই অলরাউন্ডার বলেন, আসলে আফগানিস্তানই ফেবারিট। তবে টি–টোয়েন্টিতে নির্দিষ্ট করে কিছু বলা যায় না। যেকোনো দল যে কোনো দিন ভালো খেলতে পারে। তবুও ওরা র্যাংকিংয়ের ৮ নম্বর দল আর আমরা ১০। সে হিসেবে ওরাই ফেবারিট। আইপিএলে দল সানরাইজার্স হায়দ্রাবাদ শিরোপা জিততে পারেনি। ফাইনালে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে তারা। তবে ব্যক্তিগত পারফরম্যান্সে বেশ উজ্জ্বল ছিলেন বাংলাদেশের টেস্ট ও টি–২০ দলের অধিনায়ক। নিজের খেলা ১৭ ম্যাচে সাকিব সবচেয়ে বেশি নজর কেড়েছেন বোলিংয়ে। যেখানে ৮ ইকোনোমিতে ১৪টি উইকেট তুলে নিয়েছেন এই অল রাউন্ডার। যদিও আইপিএলে এবারের আসরে উইকেট শিকারে তার অবস্থান ১৩তম। ১৭ ম্যাচ খেললেও ব্যাটিংয়ে নেমেছেন ১৩ ম্যাচে। যেখানে ১২১ স্ট্রাইক রেটের কিছুটা বেশি করে তুলেছেন ২৩৯ রান। কোনো হাফসেঞ্চুরি নেই। যদিও তাকে অনেক পরের দিকে ব্যাট করতে হয়েছিল। ব্যাটিং তালিকায় তাই তার অবস্থান হয়েছে ৩২তম। প্রাপ্তি আর অপ্রাপ্তি মিলে শেষ হয়েছে সাকিবের আইপিএলের এবারের আসর। নতুন দলের হয়ে ফাইনাল খেললেও ট্রফি জিততে না পারার হতাশাটা কাজ করছে তার মধ্যে। তবে এবার আইপিএল ভুলে মনোনিবেশ করতে চান আফগানিস্তানের বিপক্ষে সিরিজে।
এদিকে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের টি–টোয়েন্টি খেলতে আজ মঙ্গলবার ভারতের দেরাদুনে রওনা হচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। জেট এয়ারলাইন্স যোগে ওইদিন সকাল ১০ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে সাকিব আল হাসান ও তার দল। দেরাদুন পৌঁছে ৩০ ও ৩১ মে অনুশীলনের পর ১ জুন আফগানদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অংশ নেবে টাইগাররা। এরপর ৩ জুন রাজীব গান্ধি স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের মোকাবেলা করবে সফরকারী বাংলাদেশ। দ্বিতীয়টি ৫ জুন ও ৭ জুন তৃতীয় ম্যাচের মধ্য দিয়ে সিরিজের সমাপ্তি টানবে দুই দল। প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮ টায়।
No comments