Header Ads

Loading...

অবশেষে স্থায়ী শ্মশান পেল সীতাকু-ে ভাটিয়ারীর জেলেরা

সীতাকু-ের ভাটিয়ারীর জেলে সম্প্রদায় অবশেষে স্থায়ী শ্মশান পেল। বেস্ট স্টিল নামক একটি শিপব্রেকিং কর্তৃপক্ষ ৪শতক জায়গা শ্মশানের জন্য কিনে জেলেদের দান করে। গত শনিবার শ্মশান ও সেখানে স্থাপনকৃত শিব মন্দিরের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য আলহাজ দিদারুল আলম।
শ্মশান কমিটির সভাপতি বাদল দাসের সভাপতিত্বে ও দিলীপ চক্রবর্তীর সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তারিকুল আলম, ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন, নাঈম শাহ ইমরান, কামাল উদ্দিন মেম্বার, খায়রুল আজম জসীম, জামাল উদ্দিন, মোজাফফর, শ্মশান কমিটির সাধারণ সম্পাদক দুলাল দাশ। অনুষ্ঠানে বক্তারা বলেন, ভাটিয়ারী শনি ঠাকুরপাড়া, মধ্যম ও দক্ষিণ জেলেপাড়ার হাজার হাজার জেলে পরিবারের জন্য কোন শ্মশান ছিলো না। এতে তারা শবদেহ নিয়ে বেকায়দায় পড়ে যেতেন। তাই একটি স্থায়ী শ্মশানের দাবিতে তারা দীর্ঘদিন বিভিন্ন দপ্তরে ধর্ণা দিয়ে আসছিলো। সমস্যার কথা জেনে বেস্ট স্টিল শিপব্রেকিং কর্তৃপক্ষ ৪ শতক জায়গা কিনে শ্মশানের জন্য দান করে। প্রধান অতিথি এমপি দিদারুল আলম শ্মশানের জন্য ভূমি দাতাদের ধন্যবাদ জানিয়ে বলেন, জেলেদের শ্মশানের উন্নয়নসহ যেকোন প্রয়োজনে তিনি পাশে থেকে সহযোগিতা করবেন।

No comments

Powered by Blogger.