Header Ads

Loading...

ঈদে নতুন গান উপহার দিচ্ছেন ইমরান

ঈদ উপলক্ষে শ্রোতা-দর্শকদের নতুন গান উপহার দিচ্ছেন এ সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। ‘ইশ’ শিরোনামের গানটির কথা লিখেছেন স্নেহাশীষ ঘোষ। সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান নিজেই। নির্মিত হয়েছে গানটির মিউজিক ভিডিও। এতে মডেল হয়েছেন ইমরান ও কলকাতার অভিনেত্রী কৌশানি মুখার্জি।
নতুন গান এবং মিউজিক ভিডিওটি দর্শক-শ্রোতাদের ভালো লাগবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ইমরান। এ সম্পর্কে তিনি বলেন, প্রায় পাঁচমাস ধরে গানটির পরিকল্পনা করছি। গানটির কথা অনেক ভালো। কথাগুলোর উপর ভিত্তি করেই সুর এবং সংগীতায়োজন করেছি।
টিভিওয়ালা মিডিয়ার ব্যানারে নির্মিত মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন কলকাতার পরিচালক সুশাভান দাস। কোরিওগ্রাফী করেছেন স্যান্ডি। পুরো গানের দৃশ্যধারণ হয়েছে কলকাতার বিভিন্ন লোকেশনে। ৭ জুন, বৃহস্পতিবার ধ্রুব মিউজিব স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে গানটি।

No comments

Powered by Blogger.