Header Ads

Loading...

জন্মদিনে দিশা পাটানি

সুশান্ত সিং রাজপুতের সঙ্গে ‘ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ ছবিতে মাত্র ১৫ মিনিটের উপস্থিতিতে সবার মন জয় করেছেন দিশা পাটানি। এরপর ‘বাগি ২’ দিয়েও মাতিয়ে চলেছেন বলিউড। এ বছরের ৩০ মার্চ মুক্তি পাওয়ার পর লাখো তরুণের ‘ক্রাশ’-এর তকমাও পেয়েছেন তিনি। বলিউডের অন্যতম ‘হটেস্ট গার্ল’ বলা হয় দিশাকে। ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখেননি। ভাবতেন পশুচিকিৎসক হবেন। বিজ্ঞানী হওয়ার নেশা পেয়েছিল। বৈমানিক হওয়ার জন্য পড়াশোনাও শুরু করেছিলেন। কিন্তু হঠাৎই জীবনের মোড় ঘুরে যায়। পড়া ছেড়ে বলিউডে পা রাখেন দিশা। ১৯৯২ সালের ১৩ জুন জন্ম দিশার। ২৬তম জন্মদিনের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে দিশা পাটানির অনুসারী কয়েক লাখ ছুঁয়েছে। ছবিগুলো ইনস্টাগ্রাম ও ফেসবুক থেকে নেওয়া।

No comments

Powered by Blogger.