বিশ্বকাপ ফুটবল ভাগ বসাবে ঈদের ছবিতে?
প্রযোজকদের এবার ঈদের ছবির হিসাব-নিকাশ করতে একটু হিমশিম খেতে হচ্ছে। কারণ, বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর যে ঈদ উৎসবের সঙ্গে মিলেমিশে একাকার গেছে। তারপরও দেশের চলচ্চিত্রপ্রেমী দর্শকদের কথা ভেবে প্রযোজকেরা সাহস করে ছবি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। প্রযোজনা প্রতিষ্ঠান আর বুকিং এজেন্টদের সঙ্গে কথা বলে তেমনটাই জানা গেছে।
ঈদের তিনটি ছবির মধ্যে কোনটি কটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের ব্যাপারে চূড়ান্ত হয়েছে, তা পুরোপুরি নিশ্চিত হতে আর দুদিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র বুকিং এজেন্ট সমিতির সভাপতি সারোয়ার দিপু।
‘পোড়ামন ২’ ছবিটি ২০১৩ সালে মুক্তি পাওয়া পোড়ামন ছবির সিক্যুয়েল। একই প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত জাকির হোসেন রাজু পরিচালিত ‘পোড়ামন’ ছবিতে অভিনয় করেছিলেন সাইমন ও মাহি।
এই ছবির প্রযোজনা প্রতিষ্ঠানের কর্ণধার সেলিম খান মোটেও চিন্তিত নন বিশ্বকাপ ফুটবল নিয়ে। তিনি বিষয়টিকে ভাগ্যের ওপর ছেড়ে দিয়েছেন। বললেন, ‘এটা পুরোটাই ভাগ্যের ব্যাপার। বিশ্বকাপ ফুটবল নিয়ে আমি মোটেও চিন্তা করতে চাই না। ছবির গল্প যদি শক্তিশালী হয়, তাহলে এই গল্প দর্শককে প্রেক্ষাগৃহে টেনে নিয়ে যাবেই।’
বিশ্ববিদ্যালয়ে পড়া বগুড়ার তরুণ কৌশিক কণ্ডু প্রেক্ষাগৃহে নতুন কোনো ছবি মুক্তির খবর পেলেই বন্ধুদের নিয়ে ছুটে যান। ছবি দেখার পাশাপাশি নিজে ক্রিকেট খেলেন। ফুটবলের প্রতি তাঁর ভালোবাসা তীব্র। ব্রাজিল দলের ভক্ত এই তরুণের কাছে জানতে চাওয়া হয়, বিশ্বকাপ ফুটবল কি ছবির প্রতি দর্শক টানতে বাধা হবে? ‘এবার বিশ্বকাপের বেশির ভাগ খেলা সন্ধ্যা থেকে শুরু হবে। আমরা সবাই যে ছবি দেখি, তারা বিকেল কিংবা সন্ধ্যার শোতে দল বেঁধে যাই। বিশ্বকাপ ফুটবল যেহেতু চার বছর পর আসে, তাই সবাই অধীর আগ্রহে বসে থাকি। এবার ছবি দেখার প্রতি দর্শক আগ্রহ কিছুটা হলেও কম থাকবে,’ বলেছেন কৌশিক কণ্ডু।
সাভারের ব্যবসায়ী এস এম বাশার জানালেন, তিনি ছবি দেখার পোকা। মাঝেমধ্যে কলকাতায় যখন যাওয়া হয়, তখনো সময় সুযোগ বের করে প্রেক্ষাগৃহে গিয়ে ছবি দেখেন। অনেক বছর ধরে ঈদ উৎসবে ছবি দেখা নিয়ম হয়ে দাঁড়িয়েছে তাঁর। ফুটবলের ভক্ত বাশার বিশ্বকাপ ফুটবল খেলা দেখা মিস করতে চান না। বললেন, ‘আমার পছন্দের দল জার্মানি। মনেপ্রাণে চাই আমার প্রিয় দলটি যেন বিশ্বকাপে বিজয়ী হয়। তবে আমার পছন্দের খেলোয়াড়দের মধ্যে আছেন মেসি, নেইমার, রোনালদো আর সালাহ। বিশ্বকাপের প্রতিটি খেলা দেখি। বাসায় বন্ধুদের দাওয়াত করে দল বেঁধে খেলা দেখি। ছবির ক্ষেত্রে যদি অসাধারণ গল্পের কিছু না হয়, তাহলে হয়তো খেলা ছেড়ে প্রেক্ষাগৃহে যাওয়া হবে বলে হয় না। তবে যেদিন খেলা থাকবে না, সেদিন শাকিব খান, বুবলী ও নবাগত সিয়ামের ছবি দেখার ইচ্ছে আছে। ইউটিউবে তাঁদের ছবির ট্রেলার দেখেছি।’
‘অন্ধ নিরাঙ্গম’ ও ‘সত্তা’ ছবির নির্মাতা হাসিবুর রেজা কল্লোল কোনো ভণিতা না করে বললেন, বিশ্বকাপ ফুটবল ঈদে মুক্তি পাওয়া ছবির দর্শকে পুরোপুরি ভাগ বসাবে। তিনি বললেন, ‘যে ছবিগুলো মুক্তি পাচ্ছে, তা নিয়ে দর্শকদের তেমন আগ্রহ আছে বলে মনে হয় না। এটা আমাদের চলচ্চিত্রকে আরেক দফা পিছিয়ে দেবে। তার সঙ্গে বিশ্বকাপের ফুটবলের উন্মাদনা অন্য এক মাত্রা যোগ করবে।’
জীবনের প্রথম পরিচালিত ‘বসগিরি’ ছবিতে শাকিব খানের মতো জনপ্রিয় নায়ক আর বুবলীর মতো সম্ভাবনাময় নবাগত এক করে আলোচিত হন শামীম আহমেদ রনি। তিনি মনে করেন, ‘বিশ্বকাপ ফুটবলের কারণে ছবি দেখার দর্শক কিছুটা হলে কমবে। তবে ব্যাপকভাবে প্রভাব ফেলতে পারবে না। ছবি যদি ভালো হয়, দর্শক প্রেক্ষাগৃহে ছুটবেই।’
এবার ঈদে ভারতের কলকাতায় মুক্তি পাবে বাংলাদেশের নায়ক আমান রেজা ছবি ‘সুলতান দ্য সেভিয়ার’। তিনি মোটেও মানতে রাজি নন, ফুটবল বিশ্বকাপ প্রেক্ষাগৃহে দর্শকে ভাগ বসাবে। তিনি বলেন, ‘ছবিপ্রেমী দর্শক ঈদের ছুটিতে প্রেক্ষাগৃহে ছুটবেই। কারণ, ঈদ উৎসবে ছবি দেখার আনন্দ অন্য রকম। এই বিষয় আমার নিজের মধ্যেও কাজ করে।’
দেশের চলচ্চিত্রে অসংখ্য ছবির নায়ক অমিত হাসান মনে করেন, বিশ্বকাপ ফুটবলে ঈদে মুক্তি পাওয়া ছবির প্রতি দর্শকের আগ্রহ কম থাকবে। কারণ হিসেবে এই নায়ক বলেন, ‘সময়ের অভাবে দর্শকদের কেউ কেউ যেকোনো একটিকে বেছে নেবেন। তবে এটাও ঠিক যে ছবি ভালো হলে দর্শক প্রেক্ষাগৃহে ঢুঁ মারবেই। সে ক্ষেত্রে রিপিট অডিয়েন্স পাওয়ার সম্ভাবনা কম।’
No comments