Header Ads

Loading...

লুকাকুর জোড়া গোলে বেলজিয়ামের বড় জয়

রোমেলু লুকাকুর জোড়া গোলে পানামার বিপক্ষে বড় জয় পেল বেলজিয়াম। সোমবার রাতে রাশিয়ার সোচিতে অনুষ্ঠিত ম্যাচে তারা জয় পেয়েছে ৩-০ গোলে।
 
বেলজিয়াম শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেললেও গোলশূন্যতেই শেষ হয় প্রথমার্ধের খেলা। তবে দ্বিতীয়ার্ধে আর বেলজিয়ানদের আটকে রাখতে পারেনি পানামা। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পর দুই মিনিটের মধ্যে প্রথম গোল করেন ড্রিস মার্টেনস। 
 
এরপর পানামা কিছুটা আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করলেও গোল করতে পারেনি। পানামা সফল না হলেও পরক্ষণেই আবার আক্রমণের ক্ষুরধার বাড়ায় বেলজিয়াম। ৬৯ মিনিটে বাঁ দিক থেকে ইডেন হ্যাজার্ডের ব্যাক পাসে বল পান কেভিন ডি ব্রায়েন। সেই বলে ব্রায়েনের দুর্দান্ত এক ক্রসে হেডের সাহায্যে গোল করেন লুকাকু। 
 
ছয় মিনিটের ব্যবধানে পাল্টা আক্রমণে নিজেদের প্রান্ত থেকে ক্ষিপ্র গতিতে বল নিয়ে আক্রমণে যান হ্যাজার্ড। সেই বলে আগুয়ান গোলরক্ষককে পরাস্ত করে প্লেসিং শটে দুর্দান্ত গোল করেন লুকাকু। পরে পানামা আক্রমণে যাওয়ার চেষ্টা করলেও গোলের দেখা পায়নি। তাই ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বেলজিয়াম। 
 
জি গ্রুপে তিউনিসিয়া বনাম ইংল্যান্ডের ম্যাচটি রাত ১২টায় শুরু হচ্ছে।

No comments

Powered by Blogger.