বিশ্বকাপের জমকালো উদ্বোধন
লুঝনিকির মাঠে অপেরার জাদু নিয়ে এরপর ঢোকেন আইদা গারিফুলিনা। রুশ এই নারী শিল্পী থাকতে থাকতেই মাইক্রোফোনে হাতে দেখা মেলে ইংলিশ তারকা রবি উইলিয়ামসের। মাঝে ৩২ দেশের পতাকা নিয়ে করা হয় মাঠ প্রদক্ষিণ। সঙ্গে ৫০০ নৃত্যকর্মী আর জিমন্যাস্টদের মনোমুগ্ধকর নৈপুণ্য তো ছিলই।
এর আগে রাশিয়ার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্বকাপের ২১তম আসরের উদ্বোধন করেন।
No comments