১০ লাখ অঙ্ক মিলিয়ে বের হলো চ্যাম্পিয়নের নাম!
কে জিতবে বিশ্বকাপ—কোটি টাকার প্রশ্নটি ফুটবল-বিশ্বে সেই কবে থেকেই ঘুরছে। পণ্ডিত থেকে শুরু করে সাধারণ সমর্থক—সবাই তৈরি করছেন নিজেদের ফেবারিট তালিকা। কেউ জার্মানিকে এগিয়ে রাখছেন তো কেউ ব্রাজিলকে। কোথাও কোনো গুনিন হয়তো স্পেনের কথা বললেন, আবার কোনো বাজি ধরার প্রতিষ্ঠান এগিয়ে রাখল আর্জেন্টিনাকে।
অনুমান করতে দলগুলোর সাম্প্রতিক অতীতের পারফরম্যান্সকে বিবেচনায় নেওয়া হয়েছে। তাতে দেখা গেছে, গত বিশ্বকাপের পর ব্রাজিল মাত্র চারটি ম্যাচ হেরেছে। ২০১৬ সালের পর মাত্র একটি।
৮১% বিস্ময়!
গত ১২টি বিশ্বকাপের ফাইনাল খেলা ৭ দলের বাইরের কারও এবারের ফাইনালে ওঠার সম্ভাবনা ৮১ শতাংশ। গ্রেসনোটের হিসাবে, পেরু বা কলম্বিয়া হতে পারে সেই বিস্ময়!
গত ১২টি বিশ্বকাপের ফাইনাল খেলা ৭ দলের বাইরের কারও এবারের ফাইনালে ওঠার সম্ভাবনা ৮১ শতাংশ। গ্রেসনোটের হিসাবে, পেরু বা কলম্বিয়া হতে পারে সেই বিস্ময়!
No comments