Header Ads

Loading...

ভারতবাসীর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা

\\
বন্ধুত্বপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে দুদেশের অমীমাংসিত সমস্যা সমাধান সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ভবন উদ্বোধন অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি এ আশা প্রকাশ করেন। এসময় তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতে অবদানের কথা উল্লেখ করে ভারতবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান
শেখ হাসিনা বলেন, বিশ্বের অনেক দেশেই সিটমহল নিয়ে ঝামেলা রয়েছে। কিন্তু বাংলাদেশ এবং ভারত খুব সৌহার্দ্যপূর্ণভাবে এই সিটমহল বিনিময় করেছে। ১৯৭১ সালে আমরা যেমন ভারতকে বন্ধু হিসেবে পাশে পেয়েছিলাম, ঠিক একইভাবে আমরা আবারও ভারতকে পাশে পেয়েছিলাম।

তিনি আরও বলেন, আমরা দুই প্রতিবেশী দেশ এক হয়ে চলতে চাই। প্রতিবেশী দেশ থাকলে সমস্যা থাকতে পারে। কিন্তু সেগুলো আমরা আলোচনা করে সমাধান করছি। আর যেসব সমস্যা রয়েছে সেগুলো বলে আমি এই সুন্দর পরিবেশ নষ্ট করতে চাই না। তবে আমি বিশ্বাস করি যেকোনো সমস্যা আমরা বন্ধুত্বপূর্ণভাবেই সমাধান করতে পারব।

No comments

Powered by Blogger.