Header Ads

Loading...

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রিয়াংকার সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনিসেফের শুভেচ্ছা দূত প্রিয়াংকা চোপড়া। বৃহস্পতিবার (২৪ মে) বিকেলে গণভবনে সাক্ষাৎ করেন তিনি। 
এসময় ইউনিসেফের বিভিন্ন কার্যক্রম নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন সংস্থাটির শুভেচ্ছা দূত অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। বৈঠকে ইউনিসেফের প্রতিনিধিদলের বাইরে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা।

চার দিনের সফর শেষে বৃহস্পতিবার (২৪ মে) সন্ধ্যায় রাজধানীতে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে শিশুদের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা উল্লেখ করে পুরো বিশ্বকে এ সংকট সমাধানে এগিয়ে আসারও আহ্বান জানান প্রিয়াংকা চোপড়া।



No comments

Powered by Blogger.