Header Ads

Loading...

ম্যানচেস্টার সিটি কাউন্সিল আবারও লেবার পার্টির

গত ৩ মে বৃহস্পতিবার যুক্তরাজ্যের ৪৩০০ আসনে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ম্যানচেস্টার সিটি কাউন্সিলের ৩২টি ওয়ার্ডে ৯৬ জন কাউন্সিলর নির্বাচিত হন। তাদের মধ্যে লেবার পার্টি থেকে সর্বোচ্চ ৯৪ জন কাউন্সিলর নির্বাচিত হওয়ায় ম্যানচেস্টার সিটি কাউন্সিলে আবারও লেবার পার্টির আধিপত্য বজায় থাকল। বাকি ২ জন নির্বাচিত হন লিবডেম থেকে।
বিজয়ী কাউন্সিলরদের মধ্যে ৩ জন লেবার পার্টি মনোনীত বাঙালি। তারা হলেন লংসাইড থেকে লুৎফুর রাহমান, রোশম থেকে আহম্মেদ আলী, গ্রটন নর্থ থেকে আফীয়া কামাল।
এ বিজয়ের পর এক সংবাদ সন্মেলনে লেবার ইমিগ্রেশন সেডো মিনিস্টার আফজাল খান বলেন, ‘আমরা নির্বাচনের ফলাফলে অত্যন্ত খুশি কারণ এবারের নির্বাচনে আমাদের লক্ষ্য ছিল ট্রাফোর্ড ওয়ার্ড আমাদের অধীনে আনা যা আমরা পেরেছি দীর্ঘ ১৫ বছর পর।’

No comments

Powered by Blogger.