Header Ads

Loading...

১০ মিনিটে ‘ওয়ানপ্লাস-৬’ ঘরে তুলল ১০০ কোটি

ওয়ানপ্লাস-৬ সাম্প্রতিককালে সবচেয়ে আকাঙ্খিত অ্যান্ড্রয়েড ফোনগুলোর একটি। গত সপ্তাহে ভারত-ভিত্তিক বাজারে ছাড়া হয়। বেশ কম দামে উন্নত স্পেসিফিকেশনের ফোন ক্রেতাদের হাতে তুলে দেয় এই কোম্পানি। এ কারণে বিশ্বজুড়ে মানুষের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে।
কেননা ওয়ান-প্লাসের স্মার্টফোন মানেই নতুন চমক। আর তাই নতুন মডেলের অপেক্ষায় থাকেন অসংখ্য ভক্ত। তার প্রমাণ আবারও রাখল জনপ্রিয় এই স্মার্টফোন নির্মাতা। আমাজনে বিক্রি শুরুর প্রথম ১০ মিনিটের মাথায় ১০০ কোটি রেভিনিউ ঘরে তুলল ওয়ান-প্লাস।

সাধারণ বাজারে বিক্রি শুরুর কিছু সময় আগেই আমাজনের প্রাইম ব্যবহারকারীদের জন্যে অনলাইন স্টোরটিতে ছাড়া হয় ওয়ানপ্লাস-৬। আর সেখানে আসা মাত্রই ঝাঁপিয়ে পড়লেন ক্রেতারা।

ভারতের বাজারে ৬ জিবি র‌্যাম আর অভ্যন্তরে ৬৪ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‌্যামও ১২৮ জিবি অভ্যন্তরীণ স্টোরেজের সংস্করণ ছাড়া হয়। এ মাসের ২৯ তারিখ থেকে আরেকটি বিশেষ সংস্করণ বিক্রি শুরু হবে। এটি হলো দ্য মার্ভেল অ্যাভেঞ্জার্স সংস্করণ। প্রথম দু'টি সংস্করণ বিক্রি শুরুর ১০ মিনিটের মধ্যে ১০০ কোটি রুপির মোবাইল বিক্রি হওয়া সত্যিকার অর্থেই বাজারে ওয়ানপ্লাসের জনপ্রিয়তা স্পষ্ট করে তোলে।

ওয়ানপ্লাস-৬ ফোনটি এসেছে ৬.২৮ ইঞ্চি ডিসপ্লে নিয়ে। এতে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ এসওসি এবং অ্যান্ড্রয়েড ৮.১ অরিও অপারেটিং সিস্টেম রয়েছে। পেছনে দুটো ক্যামেরা। একটি ১৬ মেগাপিক্সেল এবং আরেকটি ২০ মেগাপিক্সেলের সেন্সর। আর সামনে দেয়া হয়েছে ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

No comments

Powered by Blogger.