Header Ads

Loading...

মেয়েকে কেন বিয়ে করতে চেয়েছিলেন মহেশ ভাট?

বলিউডের প্রতিষ্ঠিত পরিচালক-প্রযোজক মহেশ ভাট। সুনামের পাশাপাশি প্রায়ই বিতর্কের জড়িয়েছে তার নাম। তার চলচ্চিত্রগুলো যেমন ভিন্ন তেমনি আর দশজনের চেয়ে আলাদা তার ব্যক্তিগত জীবনও।
ফিল্ম ফেয়ার' ম্যাগাজিনের প্রচ্ছদের জন্য মেয়ে পুজা ভাটের ঠোটে চুমু খেয়ে ছবির পোজ দেয়ায় মহেশ ভাটকে নিয়ে বিতর্ক তুঙ্গে উঠে। ঘনিষ্ঠভাবে চুম্বনরত বাবা-মেয়ের এই ছবি প্রকাশিত হওয়ার পরই আলোড়ন শুরু হয়। অনেকেই বাবা-মেয়ের এ আচরণকে 'অশ্লীলতা' বলে দাবি করেন। ভারতের বেশ কিছু জায়গায় এ নিয়ে বিক্ষোভও হয়।

এখানেই শেষ নয়। ওই ম্যাগাজিনের লিড স্টোরিটাই ছিলো তাদের নিয়ে। যেখানে সাক্ষাৎকার দিতে গিয়ে মহেশ বলেন, 'পুজা আমার মেয়ে না হলে আমি তাকে বিয়ে করতে চাইতাম।'

তবে মেয়ে আলিয়া ভাটের চোখে বাবার ইমেজটা একেবারেই আলাদা। গণমাধ্যমকে একবার তিনি বলেছিলেন, 'তিনি আর দশজন মানুষের মতো না। স্বাভাবিকভাবেই আর দশজন সাধারণ বাবার মতোও না। তিনি সেই ধরণের বাবা নন যিনি প্রতি রোববার সন্তানদের পাশে বসে স্কুলে ভালো করার কথা বলবেন। তিনি একেবারেই বিপরীত- তিনি হয়তো আমাকে বলবেন স্কুলে ফেল করতে। ফেল করাটা খারাপ- এমন ধারণা তিনি আমার ভেতর থেকে পুরোপুরি বের করে ফেলেন।'

No comments

Powered by Blogger.