Header Ads

Loading...

এক ম্যাচ খেলেই তামিমের কাউন্টি অভিযান শেষ

বিবৃতিতে এসেক্স জানিয়েছে, ব্যক্তিগত কারণেই জরুরি ভিত্তিতে দেশে ফিরে যাচ্ছেন তামিম। এই জন্য তাঁকে শুভকামনাও জানিয়েছে তারা। 
দ্বিতীয়রারের মতো কাউন্ট ক্রিকেটে খেলতে গত ৭ জুলাই ঢাকা ছেড়ে যান তামিম। ৯ জুলাই ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্ল্যাস্টে কেন্টের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নামেন তিনি। সে ম্যাচে ৭ রান করে আউট হয়ে যান এই বাংলাদেশি ওপেনার। এই একটি ম্যাচ খেলেই আবার দেশে ফিরে আসতে হচ্ছে তাঁকে। 
অবশ্য দেশ ছাড়ার আগে তামিম জানিয়েছিলেন, আসরে আট-নয়টি ম্যাচ খেলা হতে পারে তাঁর। কিন্তু কেন এক ম্যাচ খেলে আসতে হচ্ছে তা জানা যায়নি। 
এর আগে ২০১১ সালে প্রথমবার কাউন্টি লিগে খেলেন তামিম। সেবার ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টিতে নটিংহ্যামশায়ারের হয়ে পাঁচটি ম্যাচ খেলেছিলেন বাংলাদেশ দলের এ বাঁহাতি ব্যাটসম্যান। 

No comments

Powered by Blogger.