এক ম্যাচ খেলেই তামিমের কাউন্টি অভিযান শেষ
বিবৃতিতে এসেক্স জানিয়েছে, ব্যক্তিগত কারণেই জরুরি ভিত্তিতে দেশে ফিরে যাচ্ছেন তামিম। এই জন্য তাঁকে শুভকামনাও জানিয়েছে তারা।
দ্বিতীয়রারের মতো কাউন্ট ক্রিকেটে খেলতে গত ৭ জুলাই ঢাকা ছেড়ে যান তামিম। ৯ জুলাই ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্ল্যাস্টে কেন্টের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নামেন তিনি। সে ম্যাচে ৭ রান করে আউট হয়ে যান এই বাংলাদেশি ওপেনার। এই একটি ম্যাচ খেলেই আবার দেশে ফিরে আসতে হচ্ছে তাঁকে।
অবশ্য দেশ ছাড়ার আগে তামিম জানিয়েছিলেন, আসরে আট-নয়টি ম্যাচ খেলা হতে পারে তাঁর। কিন্তু কেন এক ম্যাচ খেলে আসতে হচ্ছে তা জানা যায়নি।
এর আগে ২০১১ সালে প্রথমবার কাউন্টি লিগে খেলেন তামিম। সেবার ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টিতে নটিংহ্যামশায়ারের হয়ে পাঁচটি ম্যাচ খেলেছিলেন বাংলাদেশ দলের এ বাঁহাতি ব্যাটসম্যান।
No comments