Header Ads

Loading...

ইরফান ও নাদিয়ার ‘কাছে থেকো’




নাটকটি আজ শুক্রবার  রাত ৯টা৫ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে। নাটকটির গল্পে দেখা যাবে, রাস্তা পার হতে গিয়ে দেখা হয় জন এবং তানুস্কার। তানুস্কা অন্ধ। বিহ্বল দৃষ্টিতে জন লক্ষ্য করে একজন অন্ধ মেয়ে একা একা রাস্তা পার হচ্ছে। জন এগিয়ে যায় তাকে সাহায্য করতে। কিন্তু তানুস্কা সাহায্য নিতে চায় না, যদিও জনের ক্ষেত্রে ব্যাপারটা ‘লাভ অ্যাট ফার্স্ট সাইট’ এর মতো ঘটে। জন তানুস্কার প্রেমে হাবুডুবু খেতে থাকে। এক পর্যায়ে জনের নাজেহাল জিদের কাছে হার মেনে বন্ধু হয়ে ওঠে তারা। জন তার বাবাকে নিজের অনুভূতির কথা জানায়, সে বিয়ে করতে চায় তানুস্কাকে। এই কথা শুনে বাবা প্রথমে আপত্তি জানালেও ছেলের মুখের দিকে তাকিয়ে রাজি হয়ে যান। উল্লসিত জন এই সুখবর দিতে ছোটে তানুস্কার কাছে। জনের মুখে সব শুনে অন্ধ তানুস্কা যা বলে তাতে থ বনে যায় জন।
Loading...

No comments

Powered by Blogger.