Header Ads

Loading...

নচিকেতার গল্পে কলকাতার ছবিতে অপু

জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস এবার ভারতীয় বাংলা ছবিতে ‘শর্টকাট’ এ অভিনয় করবেন। এরই মধ্যে ছবির শুটিং শুরু হয়েছে বলে জানা গেছে।
জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতার গল্প নিয়ে রচিত সিনেমাটি পরিচালনা করছেন সুবীর মণ্ডল।
নিজের লেখা গল্প নিয়ে সিনেমার বিষয়ে নচিকেতা বলেন, ‘সিনেমায় যে যে উপাদান থাকা প্রয়োজন, তার সবই আছে এই গল্পে। ছোট গল্প। সুবীরকে দিয়ে বললাম নিজের মতো করে গড়েপিটে নিতে। সুবীর কত ভালো ছবি বানাবে, আমি জানি না। ও মানুষটা খুব ভালো। তাই গল্পটা ওকেই দিলাম।’
সিনেমার পরিচালক সুবীর মণ্ডল বলেন, ‘আমাদের সবার মধ্যেই একটা শর্টকাট নেয়ার প্রবণতা আছে। পরিণতিতে কেউ সফল হয়, কেউ ব্যর্থ হয়। আমাদের ছবি তেমনি একটি গল্প নিয়ে।’
ছবিতে অভিনয় করবেন পরমব্রত চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, অনিন্দিতা বসু, চন্দন সেন আর বাংলাদেশের অপু বিশ্বাস ও অরিন।
‘শর্টকাট’ ছবি তৈরি করছে কলকাতার তৃণা ফিল্ম। ছবির গানের সুর ও সংগীত পরিচালনা করছেন নচিকেতা।

No comments

Powered by Blogger.