Header Ads

Loading...

রাতভর এফডিসিতে আইটেম গানের শুটিং


আসন্ন ঈদকে কেন্দ্র করে ‘সুপার হিরো’ ছবিটি  মুক্তি দেওয়ার প্রস্তুতি চলছে। আজ শুক্রবার ভোর ৬টায় এফডিসির ৪ নাম্বার শুটিং ফ্লোরে একটি আইটেম গানের শুটিং শেষ হয়। এর মধ্যে দিয়েই ছবির ক্যামেরা ক্লোজ করা হলো। হার্টবিট প্রোডাকশনের প্রযোজনায় ছবিটি পরিচালনা করছেন আশিকুর রহমান। ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন শাকিব খান ও শবনম বুবলী।
ছবির পরিচালক আশিকুর রহমান এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা আজ সকাল ৬টায় ছবির একটি আইটেম গানের শুটিং শেষ করেছি। এরই মধ্য দিয়ে ছবির ক্যামেরা ক্লোজ করা হলো। আইটেম গানের সাথে পারফর্ম করেছেন পলি নামের একটি মেয়ে। সে একেবারেই নতুন। তবে কাজ ভালো করেছে। গানের কোরিওগ্রাফি করেছেন হাবিব। তিনি অনেক ভালো কাজ করেন, আমার ছবির এই গানটিতেও তিনি দারুণ কাজ করেছেন।’ 
ছবির অগ্রগতি নিয়ে পরিচালক বলেন, ‘আমরা এর আগে ছবির এডিটিং শেষ করেছিলাম, এখন গানের এডিটিংটি শেষ করছি। আশা করছি, আগামী সপ্তাহে ছবিটি সেন্সর বোর্ডে জমা দিতে পারব।’ 
‘সুপার হিরো’ ছবির অধিকাংশ শুটিং হয়েছে অস্ট্রেলিয়ায়। কিন্তু বিদেশে শুটিং করার জন্য তথ্য মন্ত্রণালয়ের অনুমতি নেয়নি ছবির প্রযোজনা সংস্থা। বিষয়টি স্বীকার করে প্রযোজক তাপসী  ফারুক সম্প্রতি তথ্য মন্ত্রণালয়ে ক্ষমা প্রার্থনা করে চিঠি দিয়েছেন। এখন মন্ত্রণালয় বিষয়টি বিবেচনা করবে বলে জানিয়েছেন তথ্য মন্ত্রণালয়ের উপসচিব (চলচ্চিত্র) শাহিন আরা বেগম। যদিও এখনো মন্ত্রণালয়ের সিদ্ধান্ত জানা যায়নি।
এর আগে ‘সুপার হিরো’ ছবির বিরুদ্ধে নিপা এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান তথ্য মন্ত্রণালয়ে আভিযোগ করে। অভিযোগপত্রে সরকারি অনুমতি ছাড়া অস্ট্রেলিয়ায় শুটিং করার কারণে ‘সুপার হিরো’কে সেন্সর বোর্ডের ছাড়পত্র না দেওয়ার আহ্বান জানানো হয়। তবে ‘সুপার হিরো’ টিম আশাবাদী, তারা বিষয়টি সুরাহা করে এই ঈদেই ছবিটি মুক্তি দিতে পারবে।
থ্রিলারধর্মী এই ছবির চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল। শাকিব-বুবলীসহ অভিনয় করেছেন তারিক আনাম খান, শম্পা রেজা, তাসকিন রহমান, টাইগার রবি প্রমুখ।

Loading...

No comments

Powered by Blogger.