ইত্যাদিতে চার নাট্যতারকার তর্কযুদ্ধ
বরাবরের মতো এবারের ঈদের ইত্যাদিও বর্নাঢ্য বিভিন্ন বিষয় নিয়ে সাজানো
হয়েছে। ইত্যাদিতে উপস্থাপিত বিভিন্ন বিষয়ের মধ্যে থাকে সমসাময়িক প্রসঙ্গ
এবং সমাজের অসংগতির বিরুদ্ধে তীব্র কটাক্ষপাত। এসব বিষয় ইত্যাদির বৈশিষ্ট
অনুযায়ী কখনও কথায়, কখনও নাটিকায়, কখনও সুর ও ছন্দে ফুটিয়ে তোলা হয়। এবারও
তেমনি একটি ব্যতিক্রমী আয়োজন রয়েছে। আর তা হচ্ছে ছন্দে-সুরে ব্যতিক্রমী
আলোচনা অনুষ্ঠান। অর্থাৎ যে আলোচনায় কোন উত্তেজনা নেই, আছে কথার ছন্দ।
আলোচনায় অংশগ্রহণ করেছেন অভিনয় তারকা শহীদুজ্জামান সেলিম, মীর সাব্বির,
সাজু খাদেম ও শাহরিয়ার নাজিম জয়। শুধু তাই নয় এই প্রথমবারের মত এইসব
তারকাদের বাদ্যের তালে ছন্দে-ছন্দে কথা বলতে দেখবেন দর্শকরা। নানা তালে ও
সুরে এ ধরণের ব্যতিক্রমী ছন্দে কথা বলা অত্যন্ত কষ্টসাধ্য। তারপরও সঙ্গীত
শিল্পী না হয়েও এই তারকারা প্রত্যেকেই উৎসাহের সঙ্গে নিজেরাই পর্বটিতে কণ্ঠ
দিয়েছেন। গণমাধ্যমের চারটি বিশেষ অঙ্গনের একাল-সেকালের চিত্র তুলে ধরেছেন
তাদের ছন্দায়িত আড্ডায়। ফাগুন অডিও ভিশন জানায়, এই ব্যতিক্রমী পর্বে
শিল্পীরা যেমন আনন্দ পেয়েছেন, দর্শকরাও তেমনি শিল্পীদের অভিনয়, বিষয় ও
পরিবেশনায় ভিন্ন স্বাদ পাবেন। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন
হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন, স্পন্সর করেছে কেয়া
কস্মেটিকস্ লিমিটেড। প্রতিবারের মত এবারও ঈদের বিশেষ ইত্যাদি ঈদের পরদিন
বিটিভির ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে।
ছবিঃ ইত্যাদি।
ছবিঃ ইত্যাদি।
No comments