Header Ads

Loading...

দুই মামলায় খালেদা জিয়ার জামিন জামিন ঠেকাতে রাষ্ট্রপক্ষের আবেদন ॥ আজ শুনানি আরো দুই মামলার জামিন শুনানি আজ

দিনকাল রিপোর্ট : কুমিল্লার একটি নাশকতার ঘটনায় দায়ের করা দুটি মামলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছয় মাসের জামিন পেয়েছেন। তবে একই দিন আদেশের জন্য রাখা নড়াইলের মানহানির মামলাটির জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। গতকাল সোমবার সকালে বিচারপতি মো. আসাদুজ্জামান ও জে বি এম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একটানা চার কার্যদিবস শুনানি শেষে গত রবিবার হাইকোর্ট আদেশের জন্য গতকাল সোমবার দিন ধার্য করেছিলেন। : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, কুমিল্লার দুটি মামলায় বেগম খালেদা জিয়াকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। অন্যদিকে নড়াইলের মামলার জামিন আবেদন খারিজ করে দিয়েছেন। এর কারণ হিসেবে বলা হয়েছে, ওই মামলাটি বিচারিক আদালতের (নিম্ন আদালতের) আইনি প্রক্রিয়া শেষ না করেই উচ্চ আদালতে এসেছে। ফলে জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে তা খারিজ করার কথা বলেছেন হাইকোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আদালতে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ, অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট গোলাম মোহাম্মাদ চৌধুরী আলাল, অ্যাডভোকেট বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল, ব্যারিস্টার মীর হেলাল, অ্যাডভোকেট সিমকী ইমাম খান। এছাড়াও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নির্বাহী কমিটির সদস্য আরিফা জেসমিন নাহিন, বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার, ছাত্রদলের দফতর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী, সহ-সাধারণ সম্পাদক আফরোজা খানম নাছরিন, ঢাকা বিশ্ববিদ্যালয় এ এফ রহমান হলের সাধারণ সম্পাদক মোমুলিনুল ইসলাম জিসান উপস্থিত ছিলেন। বেগম খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল জানিয়েছেন, কুমিল্লায় দুটি নাশকতার ঘটনায় বেগম খালেদা জিয়াকে তিনটি মামলায় আসামি করে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এর মধ্যে একটি বিস্ফোরক মামলা। গতকাল কুমিল্লার একটি নাশকতা ও একটি বিস্ফোরক মামলায় বেগম খালেদা জিয়া ছয় মাসের জামিন পেয়েছেন। কুমিল্লার বাকি আরেকটি মামলায় গতকাল জামিন আবেদন করা হয়েছে বলে জানালেন ব্যারিস্টার কায়সার কামাল।   : এদিকে ঢাকার মানহানি ও মিথ্যা তথ্য দিয়ে জন্মদিন পালনের অভিযোগে দায়ের করা দুটি মামলায় জামিনের জন্য আবেদন করেন বেগম খালেদা জিয়া। বাংলাদেশের মানচিত্র, জাতীয় পতাকা ও মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত এবং মিথ্যা তথ্য দিয়ে জন্মদিন পালনের দুটি পৃথক অভিযোগে দায়ের করা মামলায় হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন তিনি। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের অনুমতি নিয়ে বেগম খালেদা জিয়ার আইনজীবীরা এ আবেদন করেন। এ দুটি মামলায়ও এ সপ্তাহে শুনানি হতে পারে বলে জানা গেছে। : সরকার মনে করলে খালেদা জিয়া মুক্তি পাবেন : খন্দকার মাহবুব : কুমিল্লার একটি নাশকতার ঘটনায় দায়ের করা দুটি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ছয় মাসের জামিন দিয়েছেন বিচারপতি মো. আসাদুজ্জামান ও জে বি এম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ। এরপরে  বেগম  খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন মনে করেন, কুমিল্লার দুটি মামলায় হত্যা ও বিস্ফোরক মামলায় জামিন হওয়ার পর অন্য মামলাগুলো সবই জামিনযোগ্য। এগুলো বিচারিক আদালত ও হাইকোর্টে উত্থাপন করলেই জামিন পাওয়া যাবে। মূলত সরকারের সদিচ্ছাই এখানেই যথেষ্ট। সরকার যদি মনে করে, তাহলে খালেদা জিয়া মুক্তি পাবেন। শুনানিতে অংশ নিয়ে এই আইনজীবী আরো বলেন, ‘কুমিল্লার দুটি মামলায় ছয় মাসের জামিন দেয়া হয়েছে। আর নড়াইলের মামলাটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করা হয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে, জজকোর্টের আদেশ শেষ হওয়ার আগে হাইকোর্টে আসা ঠিক হয়নি। তবে আমরা আইনের ব্যাখ্যায় বলেছি, ফৌজদারি কার্যবিধি অনুযায়ী জজকোর্ট ছাড়াও হাইকোর্ট আদেশ দিতে পারেন এবং এ সংক্রান্ত একটি মামলায় আপিল বিভাগের রায় রয়েছে। কুমিল্লার দুটি মামলায় জামিন পেলে সরকার বেগম খালেদা জিয়াকে নতুন কোনো মামলায় গ্রেফতার দেখাবে না বলে স্বরাষ্ট্রমন্ত্রীর দেয়া বক্তব্যের উল্লেখ করেন খন্দকার মাহবুব। : তিনি বলেন, এখন স্বরাষ্ট্রমন্ত্রীর কথা কতটুকু গ্রহণযোগ্য, সেটাই দেখার বিষয়। বেগম খালেদা জিয়া আর কয়টি মামলায় গ্রেফতার রয়েছেন জানতে চাইলে তার আইনজীবী বলেন, নড়াইলেরটিসহ আর চারটি মামলায় গ্রেফতার রয়েছেন। তবে এখানে সঠিক তথ্য বলা যাবে না। কেননা সরকারই ভালো বলতে পারবে। আমরা দৃশ্যমান মামলাগুলোর জামিন করিয়েছি। সরকার আবার নতুন মামলায় গ্রেফতার দেখায়। : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এখন পর্যন্ত জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা, কুমিল্লার দুটিসহ মোট তিনটি মামলায় জামিন হয়েছে। হাইকোর্টে কুমিল্লার নাশকতার একটি, ঢাকার মানহানি ও মিথ্যা তথ্য দিয়ে জন্মদিন পালনের অভিযোগে দায়ের করা দুটি মামলায় জামিনের জন্য আবেদন করেন বেগম খালেদা জিয়া। বাংলাদেশের মানচিত্র, জাতীয় পতাকা ও মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত এবং মিথ্যা তথ্য দিয়ে জন্মদিন পালনের দুটি পৃথক অভিযোগে দায়ের করা মামলায় হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন তিনি। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের অনুমতি নিয়ে বেগম খালেদা জিয়ার আইনজীবীরা এ আবেদন করেন। এ দুটি মামলায়ও এ সপ্তাহে শুনানি হতে পারে বলে জানা গেছে। : খালেদা জিয়ার মুক্তিতে বাধা নেই : মাহবুব উদ্দিন খোকন : কুমিল্লার নাশকতার দুই মামলায় জামিনের পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনে মুক্তিতে আর আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তবে এরপর সরকারের যদি অসৎ উদ্দেশ্য থাকে তাহলে কোনো মামলায় অ্যারেস্ট দেখাবে বলেও মন্তব্য করেন তিনি। গতকাল সোমবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ কুমিল্লার দুই মামলায় বেগম খালেদা জিয়াকে ছয় মাসের জামিন দেন। নড়াইলের আরেকটি মামলা উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন আদালত। এ আদেশের পর ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, অফিসিয়ালি বেগম খালেদা জিয়া তিনটি মামলায় অ্যারেস্ট আছেন। একটা জিয়া অরফানেজ ট্রাস্ট, যেটাতে আগেই জামিন পেয়েছেন। আর বাকি দুইটায় আজ জামিন হয়েছে। এখন অন্য কোনো মামলায় শ্যোন অ্যারেস্ট নেই। আজকের আদেশের পর বেগম খালেদা জিয়ার মুক্তিতে আইনগত বাধা নেই। তবে এরপর সরকারের যদি অসৎ উদ্দেশ্য থাকে তাহলে কোনো মামলায় অ্যারেস্ট দেখাবে। : খালেদা জিয়ার জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন : কুমিল্লার হত্যা ও নাশকতার দুই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। গতকাল সোমবার দুপুরে এই আবেদন করে রাষ্ট্রপক্ষ। চেম্বার জজ বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আজ মঙ্গলবার এই আবেদনের ওপর শুনানির তারিখ ধার্য করেছেন। গতকাল সোমবার সকালে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ কুমিল্লায় দুই মামলায় বেগম খালেদা জিয়াকে জামিন দেন। তবে নড়াইলের মানহানির মামলা উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেয় আদালত। এ মামলা বিচারিক আদালতের পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করে হাইকোর্টে আসতে বলেছে আদালত। এর আগে বেগম খালেদা জিয়াকে জামিন দেয়ার পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের জানান, এই জামিন স্থগিত চেয়ে তারা চেম্বার আদালতে যাবেন। : আরও দুই মামলায় খালেদা জিয়ার জামিন শুনানি আজ : কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরও দুটি মামলায় জামিন আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে আজ মঙ্গলবার। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ মঙ্গলবার দুপুরে মানহানির দুই মামলায় শুনানির সময় ধার্য করা হয়। বাংলাদেশের মানচিত্র, জাতীয় পতাকা ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগে একটি এবং মিথ্যা তথ্য দিয়ে জন্মদিন পালনের অভিযোগে অপর মামলাটি দায়ের করা হয়। মানহানির এই দুই মামলায় গত ২২ মে হাইকোর্টে জামিন আবেদন করেন বেগম খালেদা জিয়া। : গত ১৬ মে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়াকে দেয়া হাইকোর্টের জামিন বহাল রাখেন আপিল বিভাগ। তবে অন্য মামলায় গ্রেফতার দেখানোর কারণে জামিন পেলেও তিনি মুক্তি পাননি। গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদন্ড দেন নিম্ন আদালত। রায়ের পর পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারকে বিশেষ কারাগার ঘোষণা দিয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সেখানে রাখা হয়েছে। : :

No comments

Powered by Blogger.