Header Ads

Loading...

ব্যর্থ তামিম, বিশ্ব একাদশের হার

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তামিম ইকবাল খেলতে নেমেছিলেন বিশ্ব একাদশের হয়ে। মাঠে নেমেছিলেন উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে। কিন্তু জ্বলে উঠতে পারেননি নামের প্রতি সুবিচার করে। সাজঘরে ফিরে গেছেন মাত্র ২ রান করে। তাঁর দল বিশ্ব একাদশও ম্যাচটি হেরে গেছে ৭২ রানের বড় ব্যবধানে।
টি-টোয়েন্টি ম্যাচে ২০০ রানের বিশাল লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই চাপের মুখে পড়েছিল বিশ্ব একাদশ। প্রথম চার ওভারের মধ্যে মাত্র ৮ রান জমা করতেই সাজঘরের পথে হেঁটেছিলেন প্রথম সারির চার ব্যাটসম্যান তামিম ইকবাল, লুক রনকি, দিনেশ কার্তিক ও স্যাম বিলিংস। কেউই পেরোতে পারেননি দুই অঙ্কের কোটা। ছয় নম্বরে ব্যাট করতে নেমে মাত্র ৩৭ বলে ৬১ রানের ঝড়ো ইনিংস খেলে প্রায় একাই লড়েছেন শ্রীলঙ্কার থিসারা পেরেরা। কিন্তু তাঁকে যোগ্য সঙ্গ দিতে পারেননি বিশ্ব একাদশের অন্য কোনো ব্যাটসম্যানই। পেরেরার পর তাদের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসটি ছিল ১২ রানের। করেছেন শোয়েব মালিক। বিশ্ব একাদশের অধিনায়ক শহিদ আফ্রিদির ব্যাট থেকে এসেছে ১১ রান। শেষ পর্যন্ত ১৬.৪ ওভার ব্যাটিং করে ১২৭ রানে গুটিয়ে যায় বিশ্ব একাদশের ইনিংস।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে উইন্ডিজ ব্যাটসম্যানরা দেখিয়েছেন দুর্দান্ত দাপট। এভিন লুইস, মারলন স্যামুয়েলস, দিনেশ রামদিনের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভার শেষে উইন্ডিজের স্কোরবোর্ডে জমা হয়েছিল ১৯৯ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৫৮ রানের ইনিংসটি খেলেছেন লুইস। স্যামুয়েলস ও রামদিনের ব্যাট থেকে এসেছে যথাক্রমে ৪৩ ও ৪৪ রান। টি-টোয়েন্টির অন্যতম সেরা ব্যাটসম্যান ক্রিস গেইল করেছেন ১৮ রান। শেষ পর্যায়ে আন্দ্রে রাসেল খেলেছেন ২১ রানের ছোট্ট ইনিংস।

No comments

Powered by Blogger.