ব্যর্থ তামিম, বিশ্ব একাদশের হার
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তামিম ইকবাল খেলতে নেমেছিলেন বিশ্ব একাদশের হয়ে। মাঠে নেমেছিলেন উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে। কিন্তু জ্বলে উঠতে পারেননি নামের প্রতি সুবিচার করে। সাজঘরে ফিরে গেছেন মাত্র ২ রান করে। তাঁর দল বিশ্ব একাদশও ম্যাচটি হেরে গেছে ৭২ রানের বড় ব্যবধানে।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে উইন্ডিজ ব্যাটসম্যানরা দেখিয়েছেন দুর্দান্ত দাপট। এভিন লুইস, মারলন স্যামুয়েলস, দিনেশ রামদিনের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভার শেষে উইন্ডিজের স্কোরবোর্ডে জমা হয়েছিল ১৯৯ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৫৮ রানের ইনিংসটি খেলেছেন লুইস। স্যামুয়েলস ও রামদিনের ব্যাট থেকে এসেছে যথাক্রমে ৪৩ ও ৪৪ রান। টি-টোয়েন্টির অন্যতম সেরা ব্যাটসম্যান ক্রিস গেইল করেছেন ১৮ রান। শেষ পর্যায়ে আন্দ্রে রাসেল খেলেছেন ২১ রানের ছোট্ট ইনিংস।
No comments