Header Ads

Loading...

প্রযুক্তির কাটাছেঁড়া: কেন পারল না ব্রাজিল?

কত কত প্রযুক্তি ব্যবহৃত হয় এখন ফুটবল মাঠে। এসব প্রযুক্তির সাহায্য নিয়ে চলে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ। ফুটবল বিশ্লেষণে বিশ্বখ্যাত অপটার প্রযুক্তি-সাহায্য নিয়ে প্রথম আলো অনলাইন বিশ্বকাপের বড় ও আলোচিত ম্যাচগুলো বিশ্লেষণ করে দেখবে। নতুন ধারাবাহিক ‘প্রযুক্তির চোখে’র দ্বিতীয় পর্ব। গতকালের ব্রাজিল-সুইজারল্যান্ড ম্যাচ নিয়েই আজকের আয়োজন


গতকালের ব্রাজিল-সুইজারল্যান্ড ম্যাচটা পর্যবেক্ষণ করলে আমরা পুরো ম্যাচে দুটো ভাগ দেখতে পাই।
এক-গোল দেওয়ার আগে ব্রাজিলের খেলা
দুই-গোল দেওয়ার পর ব্রাজিলের খেলা
গোল দেওয়ার আগে ব্রাজিলের খেলা ছিল দৃষ্টিনন্দন। গ্যাব্রিয়েল জেসুস, নেইমার, উইলিয়ান ও ফিলিপ্পে কুতিনহো চতুষ্টয় চোখধাঁধানো ফুটবলের পসরা সাজিয়ে মুহুর্মুহু আক্রমণ করে যাচ্ছিলেন সুইজারল্যান্ডের রক্ষণভাগে। খেলায় গতিও ছিল বেশ। ব্রাজিলের ডিফেন্সের ডান দিকে যেহেতু দানি আলভেজ নেই, ওই প্রান্ত থেকে খেলার সৃষ্টিশীলতা আনার জন্য সে রকম কেউ ছিলেন না। এই সৃষ্টিশীলতার অভাবটুকু ঘোচানোর জন্যই কোচ তিতে উইং অবস্থান থেকে সরিয়ে কুতিনহোকে মিডফিল্ডের বাঁ দিকে নিয়ে এসেছিলেন, আর কুতিনহোর জায়গায় (রাইট উইং) খেলিয়েছিলেন উইলিয়ানকে।

No comments

Powered by Blogger.