Header Ads

Loading...

সাজেকে ইউপিডিএফের ৩ কর্মী গুলিতে নিহত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় তিন ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এরা হলেন : ইউপিডিএফ সমর্থিত গইতান্ত্রিক যুব পফারামের পনতা বাঘাইহাটের সুশিল চাকমা ওরফে সঞ্জীব চাকমা (৩০), স্থানীয় ইউপিডিএফর সমর্থক সুগোরচোগা চাকমা ওরফে স্মৃতি চাকমা (৫০) ও ঝগড়াবিলের অটল চাকমা (৩০)। এছাড়া ঘটনার সময় কানন চাকমা নামে একজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
গতকাল সোমবার ভোর সাড়ে চারটার দিকে উপজেলার সাজেক ইউনিয়নের গঙ্গারাম করল্যাছড়ি এলাকায় একটি বাড়িতে তাদের গুলি করে হত্যা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সংগঠনটির বাঘাইছড়ি উপজেলা সংগঠক জুয়েল চাকমা। তিনি এই হত্যাকা-ের জন্য নতুন ইউপিডিএফ (গণতান্ত্রিক) ও জনসংহতি সমিতি (এমএন লারমা)Ñকে দায়ী করেছেন।
ইউপিডিএফের মুখপাত্র মাইকেল চাকমা জানান, জেএসএস সংস্কারপন্থীরা ইউপিডিএফের ৩ নেতাকর্মীকে হত্যা করেছে। তিনি অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি করেছেন।
এদিকে, ইউপিডিএফ এই হত্যাকা-ের জন্য ইউপিডিএফ (গণতান্ত্রিক)-কে দায়ী করলেও অভিযোগ অস্বীকার করেছে ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর মুখপাত্র লিটন চাকমা। তারা এই ঘটনার সাথে জড়িত নয় বলে দাবি তার। অপরদিকে, রাঙামাটির পুলিশ সুপার আলমগীর কবির জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গেছেন।
স্থানীয় সুত্রে জানা গেছে, নিহত ৩ জনের লাশ বর্তমানে বাঘাইহাটে রাখা হয়েছে। আজ মঙ্গলবার ময়না-তদন্তের জন্য খাগড়াছড়ি হাসপাতালে নেয়া হবে।
এর আগে গত ৩ মে জেএসএস সংস্কারপন্থী নেতা ও নানিয়াচর উপজেলা চেয়ারম্যান এডভোকেট শক্তিমান চাকমাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা, পরের দিন শক্তিমান চাকমার শেষকৃত্য অনুষ্ঠানে যোগদানের সময় ব্রাশফায়ারে গণতান্ত্রিক ইউপিডিএফ প্রধান তপন জ্যোতি চাকমা বর্মাসহ আরো ৫ জন মারা যান। এ দুটি ঘটনার জন্য জেএসএস ও ইউপিডিএফের সংস্কারপন্থীরা ইউপিডিএফকে দায়ী করে আসছিল। আজকের ঘটনার জন্য ইউপিডিএফ জেএসএস সংস্কারকে দায়ী করেছে।

No comments

Powered by Blogger.